কুমিল্লা টু আখউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
আজকে আমরা আলোচনা করব কুমিল্লা টু আখউড়া রুটে চলাচল কৃত ট্রেন সম্পর্কে। আপনি যদি এই পথে ভ্রমণ করতে চান অর্থাৎ কুমিল্লা টু আখউড়া যেতে চান তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। ট্রেন সংক্রান্ত সকল বিষয়ে সঠিক তথ্য জানতে পারবেন আমাদের এই সাইটটিতে। আমরা আমাদের ওয়েবসাইটটিতে ভ্রমণ সহযোগী সকল তথ্য দেওয়ার পাশাপাশি ট্রেনগুলোর সুযোগ সুবিধা গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। কুমিল্লা টু আখাউড়া রোডের একটিমাত্র ট্রেন চলাচল করে থাকে যেটির নাম হচ্ছে কুমিল্লা কমিউটার। অর্থাৎ আপনি যদি এরোডে ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই এই ট্রেন ব্যবহার করে আপনাকে যেতে হবে অন্যথায় আপনি ট্রেনে যেতে পারবেন না। এই ট্রেনটির সপ্তাহিক ছুটি রয়েছে। ছুটির দিনে ট্রেন চলাচল বন্ধ রাখে। আপনার ট্রেনে ভ্রমণের জন্য ছুটির দিন অবশ্যই জানতে হবে। তাই আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি ছুটির দিনটি হচ্ছে শুক্রবার। অর্থাৎ শুক্রবার আপনি এই ট্রেনটিতে ভ্রমণ করতে পারবেন না।
কুমিল্লা টু আখউড়া ট্রেনের সময়সূচী
এই পথটি ট্রেনে যেতে চাইলে আপনাকে অবশ্যই সময়সূচী জানতে হবে। হেতু এই রোডে শুধুমাত্র একটি ট্রেন চলাচল করে এ কারণেই আপনি যদি কোনো কারণে এই ট্রেনটি মিস করেন তাহলে ভ্রমণ করতে ব্যর্থ হবেন। একারণেই আপনাকে সময়সূচী জেনে এবং মেনে ভ্রমণ করতে হবে। ট্রেনটির সময়সূচি আমরা নিচে ছক আকারে দিয়ে রাখছি সেখান থেকে জেনে নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করুন।
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
কুমিল্লা কমিউটার (৯০) | শুক্রবার | ২০ঃ০০ | ২১ঃ২০ |
কুমিল্লা টু আখউড়া ট্রেনের ভাড়া তালিকা
কুমিল্লা টু আখাউড়া ট্রেনের ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনায় আপনাদের জানাবো আসন বিভাগ অনুযায়ী সিটের মূল্য তালিকা আকারে দিয়ে রাখব। এই পথটি ট্রেনে পাড়ি দিতে অনেক কম খরচ হয়। তবে আপনি যদি উন্নত মানের আসন নির্বাচন করে থাকেন তাহলে অধিক টাকা খরচের মাধ্যমে আনন্দময় ভ্রমণ করতে পারবে। কুমিল্লা থেকে আখউড়াগামী কুমিল্লা কমিউটার (৯০) ট্রেনের টিকিটের মূল্য নিচে দেওয়া হলোঃ
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ৫০ টাকা |
শোভন চেয়ার | ৬০ টাকা |
প্রথম আসন | ৯০ টাকা |
প্রথম বার্থ | ১১৫ টাকা |
স্নিগ্ধা\ | ১১৫ টাকা |
এসি | ১৩৩ টাকা |
এসি বার্থ | ২০২ টাকা |