তিস্তা এক্সপ্রেস (Tista Express) ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা
![Tista Express](https://railway.com.bd/wp-content/uploads/2020/11/Tista-Express-768x405.png)
এখানে আমরা টিস্তা এক্সপ্রেস নামের একটি আন্তঃনগর ট্রেন নিয়ে আলোচনা করব। আপনি কি দীর্ঘ যাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন? তাহলে আপনাকে অবশ্যই ট্রেনগুলি বেছে নিতে হবে কারণ ট্রেনগুলি দীর্ঘ যাত্রার জন্য উপযুক্ত। ট্রেনের ভ্রমণগুলিও আকর্ষণীয় এবং আরামদায়ক। আপনি ট্রেনের যাত্রায় সম্পূর্ণ ভিন্ন ধরণের অভিজ্ঞতা পেতে পারেন। অন্যান্য যানবাহনের থেকে ট্রেন ভ্রমণ অনেকটাই নিরাপদ। আবার এটিতে যানজটের কোন চিন্তা নেই। তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ টু ঢাকা, ঢাকা টু দেওয়ানগঞ্জ যাতায়াত করে। এখানে আমরা জানাবো তিস্তা এক্সপ্রেস ট্রেনের টাইমটেবিল এটা কোন কোন স্টেশনে কত মিনিটের জন্য বিরতি রাখে । ছুটির দিন, আরো জানতে পারবেন অনলাইনে টিকিট ক্রয় সিস্টেম, টিকিটের মূল্য । আর বাকি সবকিছু। এইসব জেনে রাখলে আপনি নিরাপদ ভ্রমণ করতে পারবেন।
তিস্তা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু দেওয়ানগঞ্জ ও দেওয়ানগঞ্জ টু ঢাকা যাতায়াত করে । তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের ছয়দিন যাতায়াত করে এবং একদিন ছুটি। ছুটির দিনটি হলো সোমবার প্রতি সোমবার এই ট্রেনটি চলাচল বন্ধ থাকে । আপনার উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী দেওয়া হল : ঢাকা টু দেওয়ানগঞ্জ ছাড়ার সময় 7:30 এবং পৌঁছায় 12:40 মিনিটে। এবং দেওয়ানগঞ্জ টু ঢাকা ছাড়ার সময় 15 টা 00 মিনিট এবং পৌঁছায় 20:25 মিনিটে। আবারো জানিয়ে রাখছি এই ট্রেনটি প্রতি সোমবার বন্ধ থাকে।
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আপনি কি তিস্তা এক্সপ্রেস ট্রেনটিতে করে দেওয়ানগঞ্জ টু ঢাকা যাওয়ার কথা ভাবছেন, তাহলে জেনে নিন তিস্তা এক্সপ্রেস ট্রেনটির টিকিটের মূল্য । তিস্তা এক্সপ্রেস ট্রেনটির টিকিটের দাম খুব বেশি নয় । তাই বলা যায় তিস্তা এক্সপ্রেস ট্রেনটির টিকিটের মূল্য প্রায় সকল মানুষের জন্য উপলব্ধ । এখানে রয়েছে চার ধরনের সিট। প্রথম শিট, শোভন, শোভন চেয়ার ও সুলভ । প্রথম শিট, শোভন চেয়ার আরামদায়ক ও ভালো যাত্রার জন্য খুবই উপকারী। সকল টিকিটের দাম দেখতে নিচের টেবিলে চোখ রাখুন ।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
সূলভ | ৭০ টাকা |
শোভন | ৯০ টাকা |
শোভন চেয়ার | ১২৫ টাকা |
প্রথম সিট | ১৮৫টাকা |
তিস্তা এক্সপ্রেস ট্রেনের বিরতিস্থান এবং সময়সূচী
এবার জেনে নেয়া যাক তিস্তা এক্সপ্রেস ট্রেনের বিরোধী স্থান ও সময় সূচি। অর্থাৎ তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ টু ঢাকা যাওয়ার পথে কোন স্টেশনে কত মিনিট বিরতি রাখবেন।
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭০৭) | দেওয়ানগঞ্জ থেকে (৭০৮) |
বিমানবন্দর | ০৭ঃ৫৭ | ১৯ঃ৪২ |
জয়দেবপুর | ০৮ঃ২৬ | — |
গফরগাঁও | ০৯ঃ২৮ | ১৭ঃ৫৭ |
ময়মনসিংহ | ১০ঃ২০ | ১৭ঃ০৭ |
পিয়ারাপুর | ১০ঃ৫৫ | ১৬ঃ২৭ |
জামালপুর | ১১ঃ২৯ | ১৫ঃ৫২ |
খাবার ব্যবস্থা ও অন্যান্য সুবিধা
তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অনেক ধরনের সুবিধা রয়েছে। যেমন খাবারের সুবিধা। করিডোরের মাধ্যমে দিনের যেকোনো প্রান্ত থেকে খাবারের গাড়িতে গিয়ে খাবার গ্রহণ করা যায়। সব খাবারের তালিকা টানানো থাকে আপনার পছন্দ মতন খাবার খেতে পারবেন। এছাড়াও আরও অনেক ধরনের সুবিধা রয়েছে সেগুলো নিচে তুলে ধরা হলো:
- আন্তঃনগর ট্রেনগুলো নামাযের জন্য নির্ধারিত জায়গা রয়েছে।
- কতর্ব্যরত গার্ডের কাছে প্রাথমিক চিকিৎসা বক্স রয়েছে।
- টয়লেট ব্যবস্থা রয়েছে। তবে ট্রেন থেমে থাকা অবস্থায় টয়লেট ব্যবহার না করা ভালো।
- প্রত্যেক বগিতে একজন করে গাইড থাকেন। যাত্রীদের সেবা, প্রয়োজনীয় পরামর্শ ও ট্রেনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করে থাকেন।
- যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে জানালার পাশে এ্যালুমিনিয়ামের শাটার। ট্রেনে ভ্রমণকালে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন – ট্রেনের দরজা-জানালায় না বসা, ট্রেনের ছাদে না ওঠা, ইঞ্জিনে না চড়া। ঘনবসতি বা বস্তি এলাকাতে ট্রেন চলার সময় জানালার শাটার লাগিয়ে দেয়া।
- এসি কেবিন ছাড়া শোভন বগিতে স্ট্যান্ডিং টিকেট কাটার সুবিধা রয়েছে। মোট বরাদ্দকৃত টিকেট বিক্রি হয়ে যাওয়ার পর স্ট্যান্ডিং টিকেট দেয়া হয়। স্ট্যান্ডিং টিকিটের মূল্য সিটিং টিকেটের সমান এবং সাথে সাধারণ টিকেটের মতই পণ্য নেয়া যায়।