Train Schedule

একতা এক্সপ্রেস (Ekota Express Train Schedule) একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

আপনি কি একতা এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে জানতে চান, তাহলে আজকে আমার এই আর্টিকেলটি মন দিয়ে পড়ুন। এখানে একতা এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে সব খুব সহজভাবে সবকিছু তুলে ধরা হয়েছে। যা আপনার ভ্রমণ সহযোগী হবে ।    এখানে আপনি ঢাকা টু দিনাজপুর রুটে চলা একতা এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে সব কিছু জানতে পারবেন। আমরা চেষ্টা করছি আপনার সকল প্রয়োজনীয় তথ্য এখানে তুলে ধরতে। এখান থেকে আপনি জানতে পারবেন একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতি স্টেশন, ভাড়ার তালিকা  ও যোগাযোগ ব্যবস্থা ও কখন কোথায় থেকে ছাড়বে সবকিছু  ।

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনারা ইতিমধ্যে জেনে গেছেন একতা এক্সপ্রেস ট্রেন ঢাকা টু দিনাজপুর ও দিনাজপুর টু ঢাকা নিয়মিত যাতায়াত করে। এই ট্রেনটির কোন ছুটি না থাকায় এটি এক রুটিনে চলাচল করে। দিনাজপুর টু ঢাকা ছাড়ার সময় 10:10 মিনিট এবং পৌছানোর সময় 19 : 00 মিনিটে। এবং দিনাজপুর টু ঢাকা ছাড়ার সময় 23:04 মিনিট এবং পৌঁছার সময় 8:10 মিনিট

একতা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন  সময়সূচী

এবার জেনে নিন একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুর ও দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার পথে কোথায় কোথায় বিরতি দেয়। বিরতি স্টেশন সময়সূচী। এটি কোন স্টেশনে গিয়ে কত মিনিটের বিরতি দেন জানতে চোখ রাখুন নিচের টেবিলে

বিরতি স্টেশন নাম ঢাকা থেকে (৭০৫) দিনাজপুর থেকে (৭০৬)
বিমান বন্দর ১০ঃ৩৭ ০৭ঃ২৫
জয়দেব পুর ১১ঃ০৫ ০৬ঃ৫০
টাঙ্গাইল ১২ঃ০৫ ০৫ঃ৪৬
বি-বি-পৃর্ব ১২ঃ২৭ ০৫ঃ২৪
শহীদ এম মনসুর আলী ১৩ঃ০৪
ঈশ্বরদী ১৪ঃ২০
নাটোর ১৫ঃ১০ ০৩ঃ১২
সান্তাহার ১৬ঃ০০ ০২ঃ১০
আক্কেলপুর ১৬ঃ২৫ ০১ঃ৩৫
জয়পুরহাট ১৬ঃ৫৩ ০১ঃ১৮
পাঁচবিবি ১৭ঃ০৬ ০১ঃ০৬
বিরামপুর ১৭ঃ৩৬ ০০ঃ৪২
ফুলবাড়িয়া ১৭ঃ৫০ ০০ঃ২৮
পার্বতীপুর ১৮ঃ১৫ ২৩ঃ৫০
চিরিরবন্দর ১৮ঃ১৪ ২৩ঃ২৯
দিনাজপুর ১৯ঃ০০ ২৩ঃ০৪
সেতাবগঞ্জ ১৯ঃ৩৫ ২২ঃ৩২
পীরগঞ্জ ১৯ঃ৫১ ২২ঃ১৬
ঠাকুরগাঁও ২০ঃ১৫ ২১ঃ৫১
রুহিয়া ২০ঃ৩৩ ২১ঃ৩৪
কিস্মত ২০ঃ৪০ ২১ঃ২৫

একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

এবার আমরা আলোচনা করব একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া সম্পর্কে । আপনার নিশ্চয়ই জানেন অন্যসব পরিবহনের থেকে ট্রেন ভ্রমণ খরচ কিছুটা কম । অপরদিকে এখানে রয়েছে চার শ্রেণীবিন্যাস আসন । এক এক আসনের মূল্য একেক রকম । তাই আপনার সামর্থ অনুযায়ী আপনি টিকিট কিনতে পারেন। টিকিট কেনার জন্য আপনি টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে পারেন অপরদিকে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করতে পারেন। নিচের ছকে একতা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য দেওয়া হয়েছে।

স্টেশনের নাম শোভন চেয়ার শোভন চেয়ার প্রথম বার্থ এসি বার্থ
দিনাজপুর ৩৬০ ৪৬০ ৮৫৫ ১২৮৫
ফুলবাড়ি ৩৩০ ৩৯৫ ৭৮৫ ১১৭৫
বিরামপুর ৩২০ ৩৮৫ ৭৬৫ ১১৫০
পাঁচবিবি ৩০৫ ৩৬৫ ৭৩০ ১১৯৫
জয়পুরহাট ৩০০ ৩৬০ ৭১৫ ১০৭০
আক্কেলপুর ২৯০ ৩৪৫ ৬৯০ ১০৩৫
সান্তাহার ২৭৫ ৩৩০ ৬৬০ ৯৯০
বি-বি-পৃর্ব ১০৫ ১২৫ ২৫০ ৩৭৫
টাঙ্গাইল ৯০ ১০৫ ২১০ ৩১৫

একতা এক্সপ্রেস এ অন্যসব ট্রেনের মতোই এখানেও খাবার ব্যবস্থা রয়েছে এবং পেপার পত্রিকা পড়ার ব্যবস্থা রয়েছে । আপনারা নিশ্চয়ই একতা এক্সপ্রেস সম্পর্কে পুরো ধারণা পেয়ে গেছেন। একতা এক্সপ্রেস সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট জানিয়ে দিন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে ।ধন্যবাদ…

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button