সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, বিরতি স্টেশন, ছুটির দিন
আজকে আমরা আলোচনা করবো সিল্কসিটি এক্সপ্রেস নামের একটি ট্রেন নিয়ে। এটি বাংলাদেশ রেলওয়ে পরিবারের অন্যতম ট্রেন গুলোর মধ্যে একটি। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭৫৪/৭৫৫ । এটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের প্রাণ শক্তি হিসেবে পরিচালিত রাজশাহীর মাঝে যাতায়াত করে। এক কোথায় সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচল করে। আপনি যদি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি তে ভ্রমণ করার কথা ভেবে থাকেন তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা, বিরতি স্টেশন সময়সূচী, ছুটির দিন, ভ্রমণ সহযোগী সকল তথ্য। পুরো পোস্টটি পড়ে সকল তথ্য জেনে নিয়ে নিরাপদ ভ্রমণ করুন।
সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
এখানে আমরা আলোচনা করবো সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে। অর্থাৎ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি কখন কোন স্টেশন থেকে ছাড়েন এবং কখন কোন স্টেশনে গিয়ে পৌঁছায়, ছুটির দিন । এসব জানতে পারবেন নিচের টেবিল থেকে।
ট্রেন নং | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ | সাপ্তাহিক ছুটি |
৭৫৪ | কমলাপুর | ০৭:৪০ | রাজশাহী | ১৩:৩০ | রবিবার |
৭৫৫ | রাজশাহী | ১৫:০০ | কমলাপুর | ২০:২০ |
সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন
সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচল করে। যাত্রাপথে কোন কোন স্টেশনে বিরতি রাখেন সেই স্টেশনের নাম ও সময় জানতে পারবেন এখান থেকে। সিল্কসিটি এক্সপ্রেস এর এই যাত্রায় ১২টি স্টেশনে বিরতি রাখেন। বিরতি স্টেশন গুলোর নাম।
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর জংশন
- মির্জাপুর
- টাঙ্গাইল
- বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন
- শহীদ এম মনসুর আলী
- জামতৈল জংশন
- উল্লাপাড়া
- বড়াল ব্রীজ
- চাটমোহর
- ঈশ্বরদী বাইপাস
- আব্দুলপুর জংশন
সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আপনি যদি ঢাকা থেকে রাজশাহী রুটে নতুন হয়ে থাকেন। অথবা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটিতে প্রথম ভ্রমণ করতে চাচ্ছেন তাহলে ভাড়ার তালিকা আপনার জন্য গুরুত্বপূর্ণ। অন্য সকল যানবাহন থেকে ট্রেন ভ্রমণ খরচ অনেকটাই কম। তাই ট্রেন এখন অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে। আবার ট্রেনে রয়েছে শাসন বিভাগ। প্রতিটি আসনের মূল্য পৃথক হওয়ায চাহিদা ও সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করার সুবিধা রয়েছে। সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটিতে ৪ আসন বিভাগ রয়েছে। আসুন গুলোর নাম এবং কোন আসনের মূল্য কত জানতে নিচের টেবিলে চোখ রাখুন।
আসুন বিভাগ |
টিকিটের মূল্য |
শোভন চেয়ার |
৩৪০ টাকা |
স্নিগ্ধা |
৫৭০ টাকা |
এসি সিট |
৬৮০ টাকা |
এসি বার্থ |
১০২০ টাকা |
গাড়িসম্ভার
- একটি বাংলাদেশ রেলওয়ে ৬৫০০ ক্লাস লোকোমোটিভ
- ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ার কোচ
- ৭টি এসি ছাড়া কোচ
- একটি চালক গাড়ী
- গার্ডব্রেকসংযুক্ত ২টি খাবার কক্ষ
আমরা চেষ্টা করেছি আপনার ভ্রমণ সহযোগী সকল তথ্য তুলে ধরা। এরপরেও কোন তথ্য জানার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। বাংলাদেশ রেলওয়ের পরিবারের সকল ট্রেনের যাবতীয় তথ্য পাবেন আমাদের সাইটে। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ…