Train Schedule

জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী (Joydebpur To Tangail Train) টিকেট ও ভাড়ার তালিকা

আজকে আমরা যে ট্রেন গুলির সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সেগুলো তে জয়দেবপুর টু টাঙ্গাইল ভ্রমণ করতে পারবেন। আপনারা অনেকেই জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী, ছুটির দিন, ভাড়ার তালিকা সহ এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন । এ কারণেই অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছেন কিন্তু সঠিক তথ্য জানতে পারছেন না। তাই আপনাদের সহযোগিতার লক্ষ্যে আমরা এই ওয়েবসাইটটিতে অর্থাৎ এই পোষ্টের মাধ্যমে আপনাদের জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী টিকিটের মূল্য সহ বিস্তারিত সকল তথ্য জানিয়ে দেবো। জয়দেবপুর টু টাঙ্গাইল এই পথটি বেশকিছু ট্রেন চলাচল করে থাকে। এখানে আন্তঃনগর ট্রেন হিসেবে পাঁচটি ট্রেন চলাচল করে আমরা ট্রেন গুলোর নাম দিয়ে রাখছি। ১) একতা এক্সপ্রেস ২) লালমনি এক্সপ্রেস ৩) সিল্কসিটি এক্সপ্রেস ৪) পদ্মা এক্সপ্রেস এবং ৫) সিরাজগঞ্জ এক্সপ্রেস। আপনারা এই সকল ট্রেনের এর মাধ্যমে আপনারা জয়দেবপুর টু টাঙ্গাইল খুব সহজে যেতে পারবেন।

বর্তমান সময়ে ট্রেনের জনপ্রিয়তা অনেক বেশি এখানে যানজটের কোন সমস্যা নেই। এছাড়াও ট্রেনে আপনি চাইলে আনন্দময় ভ্রমণ করতে পারেন। এর কারণ ট্রেনে অনেক সুযোগ-সুবিধা রয়েছে রয়েছে খাবারের ব্যবস্থা পেপার-পত্রিকা সহ আরোও বিনোদনের ব্যবস্থা রয়েছে।

জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী

ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হল এটি। বিশেষ করে ট্রেনে ভ্রমণের জন্য এটি অধিক গুরুত্বপূর্ণ। এ কারণেই আমরা জয়দেবপুর টু টাঙ্গাইল রোডের চলাচল কৃত ট্রেনগুলোর সময়সূচী অর্থাৎ ছাড়ার সময় এবং পৌছানোর সময় সহ ট্রেন গুলির ছুটির দিন ছক আকারে দিয়ে রাখছি। এতে আপনারা খুব সহজেই আপনার প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিতে পারবেন।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
একতা এক্সপ্রেস (৭০৫) নাই ১১ঃ০৫ ১২ঃ০৫
লালমনি এক্সপ্রেস(৭৫১) শুক্রবার ২২ঃ৪২ ২৩ঃ৪০
সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৩) নাই ১৫ঃ৪৮ ১৬ঃ৫৫
পাদ্মা এক্সপ্রেস (৭৫৯) সোমবার ০০ঃ০১ ০১ঃ০০
সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) শনিবার ১৭ঃ৫৭ ১৯ঃ০৫

জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

জয়দেবপুর থেকে টাঙ্গাইল রাজশাহী এক্সপ্রেস (৫) নামে একটি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। স্বল্প ব্যয়ে নিয়মিত চলাচলের জন্য এটি সেরা ট্রেন।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
রাজশাহী এক্সপ্রেস (৫) নাই ১৩ঃ১৭ ১৪ঃ২৭

জয়দেবপুর টু টাঙ্গাইল ট্রেনের ভাড়ার তালিকা

আমরা সকলেই জানি ট্রেনে রয়েছে আসল বিভাগ। আসুন বেঁধে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে একেক রকম। এ কারণে টিকিট ক্রয়ের পূর্বে আসুন ভেদে টিকিটের মূল্য জানা গুরুত্বপূর্ণ। এতে আপনি আপনার জন্য উপযুক্ত আসনটি নির্বাচন করতে পারবেন জানতে পারবেন বিভিন্ন শ্রেণীর আসনের মূল্য। এর ফলে আপনি আনন্দময় ভ্রমণ করতে পারবেন। নিচে ভাড়ার তালিকা দেওয়া হল সেখান থেকে জেনে নিন আসল ভেধে টিকিটের মূল্য।

আসন বিভাগ টিকেটের মূল্য
শোভন ৬৫ টাকা
শোভন চেয়ার ৭৫ টাকা
প্রথম সিট ১০০ টাকা
প্রথম বার্থ ১৫০ টাকা
স্নিগ্ধা ১২৫ টাকা
এসি সিট ১৫০ টাকা
এসি বার্থ ২২৫ টাকা

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button