Train Schedule

চট্টলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

ট্রেন ভ্রমণ খুবই আনন্দদায়ক। রেল ভ্রমণ যাতে আধুনিক পরিবহনের মাধ্যম হিসেবে ঐতিহ্যবাহী বাষ্প ট্রেন থেকে উচ্চ গতির বুলেট ট্রেন, ঘুরে বেড়ানো বা ডিনার ট্রেন থেকে গতির সুবিধা সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। ট্রেন ভ্রমনে খরচ যেমন কম, তেমনি আরামদায়ক। ট্রেনের ভিতরের পরিবেশ এবং স্টেশন বিরতি সবকিছুই অনেক মজার । ট্রেনে ভ্রমণের ঝুঁকি কম থাকায় মানুষের নিকট ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আকার আয়তনে বেশি এবং ভারী জিনিসপত্র পরিবহনে সুবিধা রয়েছে ট্রেনে।

আজকে আমরা আলোচনা করব চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে। আপনি যদি চট্টলা এক্সপ্রেস ট্রেনটি তে ভ্রমণ করতে চান তাহলে আমাদের দেওয়া তথ্যগুলো জেনে নিয়ে নিরাপদ ভ্রমণ করেন । এখান থেকে আপনারা জানতে পারবেন চট্টলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিটের ভাড়ার তালিকা, টিকিট কাটার মাধ্যম, স্টেশন বিরতি ছুটির দিন সবকিছু।

চট্টলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

প্রথমেই জানিয়ে রাখি চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত করে। একদিন ছুটি থাকায়, সপ্তাহের ছয়দিন চলাচল করে এই ট্রেনটি। ছুটির দিনটি হচ্ছে মঙ্গলবার, এই দিনে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি যাতায়াত বন্ধ রাখে । এবার জেনে নিন চট্টলা এক্সপ্রেস ট্রেনটি কোন স্টেশন থেকে কখন ছাড়ে এবং কখন গিয়ে পৌঁছায়।

স্টেশনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
চট্টগ্রাম টু ঢাকামঙ্গলবার০৮ঃ৩০১৫ঃ৫০
ঢাকা টু চট্টগ্রামমঙ্গলবার১৩ঃ০০২০ঃ৩০

চট্টলা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন সময়সূচী

চট্টলা এক্সপ্রেস ট্রেনটির যাত্রার গড় সময় ৭ ঘন্টা ২৫ মিনিট। এই সময়ে ৩৪৬ কিলোমিটার যাত্রা করেন। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে চৌদ্দটি স্টেশনে বিরতি রাখেন। স্টেশনের নাম ও বিরতি সময় জানতে নিজের টেবিলে চোখ রাখুন।

বিরতি স্টেশন নামচট্টগ্রাম থেকে (৬৭)ঢাকা থেকে (৬৮)
কুমিরা০৮ঃ৫৮১৯ঃ৫৯
ফেনী১০ঃ১০১৮ঃ৫০
হাসানপুর১০ঃ৩৮১৮ঃ২৫
নাঙ্গলকোট১০ঃ৪৮১৮ঃ১৬
লাকসাম১১ঃ০৭১৭ঃ৫৫
কুমিল্লা১১ঃ৫২১৭ঃ০৫
শশীদল১২ঃ২০১৬ঃ৪১
কসবা১২ঃ৩৮১৬ঃ২৫
আখাউড়া১৩ঃ০২১৫;৫০
বি- বাড়িয়া১৩ঃ২৫১৫ঃ২০
ভৈরব১৩ঃ৪৮১৪ঃ৫৮
মেথিকান্দা১৪ঃ০৭১৪ঃ৪০
নরসিংদী১৪ঃ২৬১৪ঃ১৫
বিমান বন্দর১৫ঃ১০১৩ঃ২৭

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

আপনি যদি চট্টলা এক্সপ্রেস ট্রেনে নতুন হয়ে থাকেন তাহলে ভাড়ার বিষয়টা জেনে রাখা আপনার জন্য গুরুত্বপূর্ণ। চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া অনেকটাই কম। আবার এখানে রয়েছে আসন বিভাগ । তাই যাত্রীদের সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করতে পারেন। এখানে রয়েছে তিন বিভাগের আসন শোভন, শোভন চেয়ার, ও প্রথম সিট। সুন্দর মূল্য নিজের টেবিলে দাওয়া হল।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন২৮৫ টাকা
শোভন চেয়ার৩৪৫ টাকা
প্রথম সিট৪৬০ টাকা

আমরা চেষ্টা করেছি সকল তথ্য তুলে ধরে আপনার নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে। চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে আরো কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। আমাদের সাইটে সকল-ট্রেনের-সময়সূচি, টিকিটের মূল্য দেওয়া রয়েছে। সকল ট্রেনের বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাইটে ভিজিট করুন। ধন্যবাদ…

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button