Train Schedule

ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী (Dhaka To Rajshahi Train Schedule) ও ভাড়া তালিকা

ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ছুটির দিন এবং ভাড়ার তালিকা সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ঢাকা থেকে রাজশাহী রেল পথের দূরত্ব ৩৪৩ কিলোমিটার। প্রায় অনেক দীর্ঘ এই পথটি পাড়ি দেওয়ার জন্য অনেকেই ট্রেনকেই বেঁচে নিয়ে থাকেন। টাইট অনেকেই এই পথে অথবা এই রুটে চলাচল কৃত ট্রেনগুলোর সম্পর্কে সঠিক তথ্য অনুসন্ধান করে থাকেন। এর ফলে আমি আজকে এই পোস্টের মাধ্যমে ঢাকা টু রাজশাহী অথবা রাজশাহী টু ঢাকা পথে চলাচল কৃত ট্রেন গুলির বিস্তারিত তথ্য দিয়ে দেবো আপনাদের। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এর হিসাব মতে ঢাকা থেকে রাজশাহী রোডে বর্তমানে চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। তাহলে এখানে আপনারা এই চারটি ট্রেনের নাম এবং ট্রেনগুলো ছাড়ার সময় পৌঁছানোর সময় ছুটির দিন এবং ভাড়ার তালিকা সহ বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন।

ঢাকা টু রাজশাহী রোডে যে চারটি ট্রেন চলাচল করে সে ট্রেন চারটে নাম ১) সিল্কসিটি এক্সপ্রেস। ২) পদ্মা এক্সপ্রেস। ৩) ধুমকেতু এক্সপ্রেস এবং ৪) বনলতা এক্সপ্রেস। এই চারটি ট্রেনের বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের সাথে থাকুন।

ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী

সুন্দর ভ্রমণ অর্থাৎ সুষ্ঠুভাবে ভ্রমণের জন্য সময়সূচী জানা প্রয়োজন। প্রয়োজনীয় বিষয়গুলো জানা না থাকলে অনেক সময় দুর্ঘটনায় পড়তে হয় অথবা সুন্দর জার্নির করতে ব্যর্থ হয়ে থাকি। তাই আমরা আপনাদের বোঝার সুবিধার্থে টেবিল আকারে ট্রেনগুলো সময়সূচী এবং কোন ট্রেন এর সাপ্তাহিক ছুটি কোন দিন রয়েছে এছাড়াও ট্রেন ছাড়ার সময় এবং পৌছানোর সময় নিজের টেবিলে দিয়ে রাখছি। আশা করি এই সকল বিষয় বুঝতে কোন সমস্যা হবে না।

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩)রবিবার১৪ঃ৪৫২০ঃ৩৫
পদ্মা এক্সপ্রেস (৭৫৯)মঙ্গলবার২৩ঃ০০০৪ঃ৩০
ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯)শনিবার০৬ঃ০০১১ঃ৪০
বনলতা এক্সপ্রেস (৭৯১)শুক্রবার১৩ঃ৩০১৮ঃ১৫

ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়ার তালিকা

সিল্কসিটি এক্সপ্রেস (ট্রেন নং ৭৫৩/৭৫৪) বাংলাদেশের দ্রুততম ট্রেন হিসেবে পরিচিত। এটি একটি আধুনিক এবং বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। ট্রেনটি রাজধানী ঢাকা থেকে দেশের অন্যতম প্রধান শহর রাজশাহী পর্যন্ত চলাচল করে।

একইভাবে এই রুটে চলাচল কৃত প্রত্যেকটি ট্রেন ভালো। এই ট্রেনগুলোতে যাত্রীদের অলস ভ্রমর না করার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে। যেমন এই দিনগুলোতে রয়েছে খাবারের ব্যবস্থা, রয়েছে বই কিংবা পেপার পত্রিকা পড়ার ব্যবস্থা, এছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয় এই ট্রেনগুলোতে। আমরা এখানে আপনাদের ধারা সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব। আপনি জানতে পারবেন এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য আপনার কত টাকা খরচ করতে হবে। নিচে আমরা ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়ার তালিকা টি দিয়ে রাখছি টেবিল আকারে। আপনারা সেখান থেকে জেনে নিন আসুন বেঁধে কোন টিকিটের মূল্য কত টাকা।

আসন বিভাগটিকিটের মূল্য
শোভন চিয়ার৩৪০ টাকা
স্নিগ্ধা৫৭০ টাকা
এসি৬৮০ টাকা
এসি বার্থ১০২০ টাকা

আশাকরি ভ্রমণ সহযোগী সকল তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পেরেছি। এছাড়াও আপনার ট্রেন সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button