মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ছুটির দিন, টিকেট ও ভাড়ার তালিকা
মধুমতি এক্সপ্রেস বাংলাদেশ ট্রেনের অধীনে চলা আন্তঃনগর ট্রেন। মধুমতি এক্সপ্রেস দ্রুতগতিসম্পন্ন ও বিলাসবহুল তাই এটি অধিক জনপ্রিয়তা লাভ করেছে । আপনি কি মধুমতি এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি খুঁজছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই পোস্টের মাধ্যমে আপনারা মধুমতি এক্সপ্রেস ট্রেনটির সকল তথ্য জানতে পারবেন। মধুমতি এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭৫৫/৭৫৬। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাট। গোয়ালন্দ ঘাট থেকে রাজশাহী রুটে চলাচল করে। এটি প্রথম যাত্রা শুরু করে ১৫ ই আগস্ট ২০০৩ সালে। বর্তমান পরিচালক পশ্চিমাঞ্চল রেলওয়ে।
মধুমতি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আপনি ইতিমধ্যে জেনে গেছেন মধুমতি এক্সপ্রেস ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে রাজশাহী, রাজশাহী থেকে গোয়ালন্দ ঘাট রুটে চলাচল করে। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক ছুটি থাকায় এটি সপ্তাহে ছয়দিন চলাচল করে। ছুটির দিনটি হচ্ছে বৃহস্পতিবার। এই দিন ট্রেনটি চলাচল বন্ধ রাখেন। কোন স্টেশন থেকে কখন ছাড়ে এবং কখন কোন স্টেশনে গিয়ে পৌঁছায় জানতে চোখ রাখুন নিজের টেবিলে।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
রাজশাহী টু গোয়ালন্দ ঘাট | বৃহস্পতিবার | ০৮ঃ০০ | ১৩;১৫ |
গোয়ালন্দ ঘাট টু রাজশাহী | বৃহস্পতিবার | ১৫ঃ০০ | ২০ঃ২০ |
মধুমতি এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
ট্রেনের ভিতরের পরিবেশ এবং স্টেশন বিরতি ভ্রমণকে আনন্দময় করে তোলে। মধুমতি এক্সপ্রেস ট্রেনটির এই দীর্ঘ পথ যাত্রায় ১১টি স্টেশনে বিরতি রাখেন। বিরতি স্টেশনের নাম, কোন সময় কোন স্টেশনে বিরতি রাখেন এবং কোন স্টেশন থেকে কখন ছাড়ে এইসব নিচের টেবিল থেকে জেনে নিয়ে নিরাপদ আনন্দদায়ক ভ্রমণ করুন।
বিরতি স্টেশন নাম | গোয়ালন্দ ঘাট থেকে (৭৫৫) | ঢাকা থেকে (৭৫৬) |
রাজবাড়ি | ১৫ঃ৩০ | ১২ঃ৩০ |
কালুখালী | ১৬ঃ০০ | ১২ঃ০২ |
পাংশা | ১৬ঃ১২ | ১১ঃ৫১ |
খোকসা | ১৬ঃ৩০ | ১১ঃ৩৫ |
কুমারখালী | ১৬ঃ৪২ | ১১ঃ২৩ |
কুষ্টিয়া | ১৭ঃ০৭ | ১১ঃ০৩ |
পোড়াদহ | ১৭ঃ২০ | ১০ঃ২৫ |
মিরপুর | ১৮ঃ০১ | ১০ঃ০৮ |
ভেড়ামারা | ১৮ঃ১৪ | ০৯ঃ৫৫ |
পাকশী | ১৮ঃ২৮ | ০৯ঃ৪১ |
ঈশ্বরদী | ১৮ঃ৫০ | ০৯ঃ১০ |
মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আপনি যদি মধুমতি এক্সপ্রেস ট্রেনটিতে প্রথম হয়ে থাকে তাহলে ভাড়ার তালিকা টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলেই জানি অন্য সকল যানবাহনের থেকে ট্রেন ভ্রমণ খরচ অনেকটাই কম। এই কারণেই ট্রেন ভ্রমণ আজকে সকল মানুষের কাছে জনপ্রিয় । মধুমতি এক্সপ্রেস ট্রেনটিতে ৪টি শাসন বিভাগ রয়েছে। শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিটি, এসি বার্থ। আপনার সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করে নিরাপদ ভ্রমণ করুন টিকিটের তালিকা নিচে ছক আকারে দেওয়া হল।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৫০৫ টাকা |
স্নিগ্ধা | ৯৬৬ টাকা |
এসি সিট | ১১৫৬ টাকা |
এসি বার্থ | ১৭৮১ টাকা |
টিকিট ক্রয় করে আপনি আনন্দময় ও নিরাপদ ভ্রমণ উপভোগ করুন। আমরা চেষ্টা করেছি আপনার ভ্রমণ সহযোগী সকল তথ্য তুলে ধরার। এরপরেও কোন তথ্য জানার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার। এই সাইটের সকল ট্রেনের বিস্তারিত তথ্য পাবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট এর মাধ্যমে জানাতে ভুলবেন না। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ…