Train Schedule

আখাউড়া টু নোয়াখালী ট্রেনের সময়সূচী (Akhaura To Noakhali Train Schedule) ও ভাড়ার তালিকা

বর্তমান সময়ে ট্রেনের জনপ্রিয়তা অনেক। ছোট বড় সকল ভ্রমণেই মানুষ ট্রেন কে বেছে নিচ্ছে। এর ফলে টেন সম্পর্কে জানার আগ্রহ দিন দিন বাড়ছে। তাই আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত সকল ট্রেনের বিস্তারিত তথ্য নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আজকে আমরা যে ট্রেন গুলি সম্পর্কে আলোচনা করব সেগুলো হচ্ছে আখাউড়া টু নোয়াখালী যাত্রা করে। আপনি যদি এই পথে যাত্রা করতে চান তাহলে এই পোষ্ট টি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেননা এখানে আমরা আলোচনা করবো এই ট্রেন গুলির সময়সূচী ও ভাড়া তালিকা সম্পর্কে। এছাড়াও এই ট্রেনগুলোর সুবিধা ও অসুবিধা রয়েছে যেগুলো ভ্রমণের পূর্বে জানা খুবই জরুরী। তাই আশা করব আপনারা যারা এই রোডে ভ্রমণ করতে চান তারা অবশ্যই, এখান থেকে ভ্রমণ সহযোগী সকল তথ্য জেনে নেবেন।

আখাউড়া টু নোয়াখালী রোড এ 2 টি ট্রেন চলাচল করে থাকে। এই ট্রেন গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক। এই রুটে চলাচল কৃত ট্রেনটির নাম হচ্ছে ১) উপকূল এক্সপ্রেস এবং ২) নোয়াখালী এক্সপ্রেস।

আখাউড়া টু নোয়াখালী ট্রেনের সময়সূচী

ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে সময়সূচী জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা অন্য সকল যানবাহন এর মত ট্রেন একটার পর একটা থাকার সম্ভাবনা খুব কম। এর ফলে আপনি যদি সময় জ্ঞান না নিয়ে যাত্রা করতে চান, এর ফলে আপনি যাত্রা করতে ব্যর্থ হতে পারে। যাত্রার পূর্বে আপনাকে সময়সূচী জানতে হবে। সময়সূচী বলতে আপনারা এখানে যে বিষয়গুলি জানতে পারবেন সেগুলো হলো ছাড়ার সময় এবং পৌছানোর সময়। এছাড়াও আপনি জানতে পারবেন ছুটির দিনগুলি। নিচে টেবিল আকারে এসকল বিষয় দেয়া হলো।

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
উপকুল এক্সপ্রেস(৭১২)মঙ্গলবার১৭ঃ৫৫২১ঃ২০
নোয়াখালী এক্সপ্রেস(১২)নাই০১ঃ২২০৫ঃ৫০

আখাউড়া টু নোয়াখালী ট্রেনের ভাড়ার তালিকা

ট্রেন ভ্রমণ এর পূর্বে টিকিট ক্রয় করতে হয় আর টিকিট ক্রয়ের জন্য টিকিটের মূল্য সম্পর্কে ধারণা থাকা ভালো। তাই আমরা এখানে টিকিটের মূল্য সম্পর্কে আপনাদের ধারণা দেবো। আপনারা জানতে পারবেন কত টাকা খরচের মাধ্যমে আপনারা এই পথটি অতিক্রম করতে পারবেন। এটি আপনাদের জন্য ভালো। নিচে টেবিল আকারে টিকিটের মূল্য দেয়া হলো আপনারা দেখে নিন।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫%ভ্যাট)
শোভন২২৫ টাকা
শোভন চেয়ার২৭০ টাকা
প্রথম সিট৩৬০ টাকা
প্রথম বার্থ৫৪০ টাকা
স্নিগ্ধা৫১৮ টাকা
এসি সিট৬২১ টাকা
এসি বার্থ৯৩২ টাকা

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button