Train Schedule

উপকূল এক্সপ্রেস (Upakul Express) ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

আপনি কি উপকূল এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে জানতে চান? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন, এখানে আমরা উপকূল এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো । এসব তথ্য জেনে রাখলে আপনি নিরাপদ ভ্রমণ করতে পারবেন। উপকূল এক্সপ্রেস ট্রেন নং ৭৭১-৭১২ । উপকূল এক্সপ্রেস ট্রেনটি ১৭ই জানুয়ারি ১৯৮৬ সালে উদ্বোধন হয় । নোয়াখালী থেকে ঢাকা, ঢাকা থেকে নোয়াখালী যাতায়াত করে। এই রুটের একটি জনপ্রিয় ট্রেন। এটি জনপ্রিয়তার কারণ এখানে রয়েছে আসন বিন্যাস, খাদ্য সুবিধা। বিনোদনের সুবিধাও রয়েছে।

এই পোষ্টের মাধ্যমে আপনারা উপকূল এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি, যাত্রা বিরতি, ভাড়ার তালিকা ও ছুটির দিন সব কিছুই জানতে পারবেন।

উপকূল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

উপকূল এক্সপ্রেস ট্রেনটি মূলত নোয়াখালী থেকে ঢাকা স্টেশনে চলাচল করে। এটি নোয়াখালী থেকে ছাড়ে ভোর ৬টা ৩০ মিনিটে সময় । আর ঢাকা গিয়ে পৌঁছায় দুপুর ২ টা ২৫ মিনিটে। অপর দিক থেকে ঢাকা থেকে ছাড়ে বিকেল ৪ টা ০০ মিনিটে। নোয়াখালী গিয়ে পৌঁছায় রাত ১০ টা ০০ মিনিটে। উপকূল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের ছয়দিন চলাচল করে।

ট্রেন নংউৎসপ্রস্থানগন্তব্যপ্রবেশসাপ্তাহিক ছুটি
৭১১নোয়াখালী০৬:০০কমলাপুর১১:৪৫বুধবার
৭১২কমলাপুর১৫:২০নোয়াখালী২১:২০মঙ্গলবার

উপকূল এক্সপ্রেস ট্রেন বেত্বীন স্টেশন ও সময়সূচী

আপনারা ইতিমধ্যে জেনে গেছেন উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী থেকে ঢাকা যাত্রা করে। এই যাত্রাপথে কোন কোন স্টেশনে বিরতি রাখেন এবং কোন সময় সে সব জানতে পারবেন। উপকূল এক্সপ্রেস ট্রেনটি ১৪ টি স্টেশনে বিরতি রাখেন।

উপকূল এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

আপনি যদি উপকূল এক্সপ্রেস ট্রেনে নতুন হয়ে থাকেন, তাহলে এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকল যানবাহনের থেকে ট্রেন ভ্রমণ খরচ অনেকটাই কম। উপকূল এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করার জন্য টিকিট কাউন্টারে গিয়ে ক্রয় করতে পারেন অথবা অনলাইন ব্যবহারের মাধ্যমে যেকোন প্রান্ত থেকে টিকিট ক্রয় করতে পারবেন ঘরে বসেই। এই ট্রেনে বিভিন্ন মূল্যে টিকিট রয়েছে টিকিটের দাম, এর মানের উপর ভিত্তি করে হয়ে থাকে। আপনি যদি ভাল মানের আসুন চান তাহলে মূল্য বেশি দিতে হবে। নিচে উপকূল এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হল:

গন্তব্যস্থলশো: সাধারণশো: চেয়ার১ম সিট
নোয়াখালী২১০২৫০৩৩৫
চৌমুহনী
বজরা
সোনাইমুড়ি
নাথেরপেটুয়া
লাকসাম১৭৫২১০২৮০
কুমিল্লা১৬০১৯০২৫০
আখাউড়া১২৫১৪৫১৯৫
ব্রাহ্মনবাড়ীয়া১১০১৩৫১৭৫
কসবা১৩৫১৬০২১৫
আশুগঞ্জ১০০১২০১৬০

আমরা চেষ্টা করেছি উপকূল এক্সপ্রেস ট্রেনটির সকল তথ্য তুলে ধরার জন্য। এরপরেও কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন ধন্যবাদ…

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button