Train Schedule

নীলসাগর এক্সপ্রেস (Nilsagor Express Train Schedule) নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

নীলসাগর এক্সপ্রেস সম্পর্কে আপনি কি পুরোপুরি জানতে চান, তাহলে আজকে এই আর্টিকেলটি আপনি মন দিয়ে পড়বেন। তাহলে আপনি জানতে পারবেন  নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি, বিরতি স্টেশন স্টেশন ও সময়সূচী, ভাড়ার তালিকা,  যোগাযোগ ব্যবস্থা ও কখন কোথায় থেকে ছাড়বে সবকিছু। নীলসাগর এক্সপ্রেস হলো বাংলাদেশ রেলওয়ে পরিবারের একটি দ্রুতগামী ট্রেন, যা বাংলাদেশের রাজধানী ঢাকা এবং  উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি 2007 সালের ডিসেম্বরের প্রথম দিন থেকে চালু করা হয় । এটি প্রথমে নীলফামারী থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে চলাচল করত, এবং পরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে 2015 সালের 28 জানুয়ারি অনুষ্ঠিত উদ্বোধনের মাধ্যমে ট্রেনটি চিলাহাটি থেকে চলাচল শুরু করে।

এবং চিলাহাটি থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়, এটি বাংলাদেশ রেলওয়ের পরিবারের একটি দ্রুতগতির ও বিলাসবহুল ট্রেন গুলোর মধ্যে একটি।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনারা ইতিমধ্যে জেনে গেছে নীলসাগর এক্সপ্রেস নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকা কমলাপুর  স্টেশনে চলাচল করে । এটি দ্রুতগামী ট্রেন হওয়ায় মাত্র 9 থেকে 10 ঘণ্টায় নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছে দিতে পারে। নীলসাগর এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে ছাড়ার সময় হল 6: 40 এবং চিলাহাটি স্টেশনে গিয়ে পৌঁছায় 15:05 মিনিটে। একইভাবে ফেরার পথে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি স্টেশন থেকে 20:00 মিনিটে যাত্রা শুরু করে এবং কমলাপুর স্টেশনে পৌঁছায় 5:30 মিনিটে।

এবার জেনে নেয়া যাক নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির পুরো সময়সূচী, এটি কোথায় কখন ছাড়বে, এবং কোথায় কখন পৌঁছাবে ও ছুটির দিনগুলো :

ঢাকা টু চিলাহাটি ছাড়ার সময় 6:40 মিনিট এবং পৌঁছায় 15:05 মিনিটে, সপ্তাহে একদিন ছুটি আর সেটি হল সোমবার । চিলাহাটি টু ঢাকা ছাড়ার সময় 20 টা 00 মিনিট এবং পৌছানোর সময় 5:30 মিনিট, সপ্তাহে একদিন ছুটি সেটি হচ্ছে রবিবার।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন  সময়সূচী

এবার জেনে নিন নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু চিলাহাটি ও চিলাহাটি টু ঢাকা যাত্রাকালে কোথায় কোন স্টেশনে কত মিনিট বিরতি দেয় । বিরতির সময় জানতে নিচের ছকে চোখ রাখুন। সেখানে দেওয়া আছে বিরতি স্টেশনের নাম , কখন থামবে এবং কত মিনিট পর ছাড়বে ।

বিরতি স্টেশন নামচিলাহাটি থেকে (৭৬৬)ঢাকা থেকে (৭৬৫)
ডোমার২০ঃ২১১৫ঃ২৪
নীলফামারী২০ঃ৩৯১৫ঃ০৫
সৈয়দপুর২১ঃ০৩১৪ঃ৪২
পার্বতীপুর২১ঃ৪০১৪ঃ১৫
ফুলবাড়ি২২ঃ০০১৫ঃ৫০
বিরামপুর২২ঃ১৪১৩ঃ৩৬
জয়পুরহাট২২ঃ৪৫১৩ঃ০৪
আক্কেলপুর২৩ঃ০১১২ঃ৪০
সান্তাহার২৩ঃ৩০১২ঃ১৫
আহসানগঞ্জ২৩ঃ৪৫১১ঃ৪০
নাটোর০০ঃ৩৩১১ঃ১৬
মুলাডুলি০১ঃ৪৫১০ঃ৩৯
বঙ্গবন্ধু সেতু০৩ঃ১০০৯ঃ০০
জয়দেবপুর০৪ঃ২৭০৭ঃ৩৩
বিমান বন্দর০৪ঃ৫৩০৭ঃ০৭

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

এখানে আমরা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের মূল্য সম্পর্কে জানাবো, আপনারা নিশ্চয়ই জানেন অন্যসব পরিবহনের থেকে ট্রেনে পরিবহন খরচ কিছুটা কম , তাই বলা যায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পরিবহন খরচ ব্যয় বহুল নয়। এই ট্রেনে বিভিন্ন মূল্যের টিকিট রয়েছে, টিকিটের দাম তার মানের উপর নির্ভর করে করা হয়েছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী টিকিট কিনতে পারেন, আপনি টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে পারেন , এছাড়াও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোন জায়গা থেকেই আপনি ট্রেনের টিকিট কিনতে পারেন। নিচে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সকল ধরনের টিকিটের মূল্য দেয়া হল :

আসন বিভাগটিকেটের মূল্য
শোভন৩৬০ টাকা
শোভন চেয়ার৪৩৫ টাকা
প্রথম সিট৫৭৫  টাকা
প্রথম বার্থ৮৬৫ টাকা
স্নিগ্ধা৭২০ টাকা
এসি বার্থ১২৯৫ টাকা

নীলসাগর এক্সপ্রেস যোগাযোগ :

কমলাপুর রেলওয়ে স্টেশন ফোন নাম্বার 935 8634, 9331822
মোবাইল নাম্বার 01711 69 1612
বিমানবন্দর স্টেশন নাম্বার
1924 239

খাবারের ব্যবস্থা :

প্রায় সব ট্রেনেই খাবারের ব্যবস্থা রয়েছে, নীলসাগর এক্সপ্রেস ও রয়েছে খাবারের ব্যবস্থা, করিডোরের মাধ্যমে ট্রেনের যেকোনো প্রান্ত থেকে খাবারের গাড়িতে গিয়ে খাবার গ্রহণ করতে পারবেন। সেখানে পাবেন বিভিন্ন ধরনের খাবার এবং তার মূল্য তালিকা টানানো রয়েছে গাড়িতে। এছাড়াও পেপার-পত্রিকা পাওয়া যায়।

এতটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি নীলসাগর এক্সপ্রেস সম্পর্কে আপনি জেনে গেছেন। নীলসাগর এক্সপ্রেস সম্পর্কে আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন । আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ.

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button