Train Schedule

ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী (Dhaka To Dewanganj Train Schedule) ও ভাড়ার তালিকা

ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা। বর্তমান সময়ে ট্রেন ভ্রমণ খুবই জনপ্রিয়তা পেয়েছে। সকলেই ট্রেন ভ্রমণ পছন্দ করে এবং ট্রেনকেই নিরাপদ মনে করছে। তাই অনেকেই ট্রেন সম্পর্কে জানার জন্য অনেকেই অনুসন্ধান করে যাচ্ছেন। তাদের চাহিদার কথা চিন্তা করে আমরা এখানে ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা সহ এই রুটে চলাচলকারী ট্রেন গুলোর সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব । তাই আপনি যদি এই পথে ভ্রমণ আর্থি হয়ে থাকেন তাহলে এই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নিবেন। আশা করি এখানে আমরা ভ্রমণ সহযোগী সকল তথ্য দিয়ে সহযোগিতা করবো । ঢাকা টু দেওয়ানগঞ্জ এর দূরত্ব হচ্ছে প্রায় ২১২ কিলোমিটার। এই পথটি আন্তঃনগর ট্রেনের সাথে পাড়ি দেয় 2 টি ট্রেন, একটি হচ্ছে তিতাস এক্সপ্রেস অপরটি হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

এছাড়াও আরও তিনটি ট্রেন রয়েছে সেই সকল ট্রেন এর বিষয়ে জানতে পারবেন। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় গুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। নিচে থেকে যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন সেগুলো হলো ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, ছুটির দিন সহ বিস্তারিত সকল তথ্য।

ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী

ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে। আপনি যদি এই রোডে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সময়সূচী জানতে হবে। সময়সূচী জানার ফলে আপনার সময় কেমন থাকবে এবং ভ্রমণ আনন্দায়ক হবে। তাই আমি মনে করি ভ্রমণের পূর্বে ভ্রমণ সময়সূচী সম্পর্কে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে অন্তনগর যে ২টি ট্রেন রয়েছি সেই ট্রেনটির সময়সূচি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই ট্রেন দুইটির নাম, ছুটির দিন, ছাড়ার সময় এবং পৌছানোর সময় নিচের টেবিলে দেওয়া হল।

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
তিতাস এক্সপ্রেস (৭০৭)সোমবার০৭ঃ৩০১২ঃ৪০
ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩)নাই১৮ঃ১৫২৩ঃ৫০

ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের সময়সূচী (মেল এক্সপ্রেস)

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পথে দেওয়ানগঞ্জ যাত্রী, ভাওয়াল এক্সপ্রেস এবং জামালপুর যাতায়াত এই তিনটি মেল এক্সপ্রেস ট্রেন চলাচল করে থাকে।

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
দেওয়ানগঞ্জ যাত্রী(৪৭)নাই০৫ঃ৪০১১ঃ৪০
ভাওয়াল এক্সপ্রেস(৫৫)নাই২১ঃ২০৫ঃ৪০
জামালপুর যাতায়াত(৫১)নাই১৫ঃ৪০২২ঃ১৫

ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের ভাড়া তালিকা

ঢাকা টু দেওয়ানগঞ্জ ট্রেনের ভাড়ার তালিকা দেখতে পারবেন এখানে। অন্য সকল যানবাহনের থেকে ট্রেন ভ্রমণ কিছুটা সাশ্রয়ী হয়ে থাকে। এর কারণ ট্রেনে রয়েছে আসন বিন্যাস এর ফলে আপনার সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করার সুবিধা রয়েছে ট্রেনে। আপনারা চাইলে এখানে বেশি টাকা দিয়ে ভাল আসুন ক্রয় করে আনন্দময় ভ্রমণ করতে পারেন। আবার কম টাকা দিয়ে আসুন ক্রয় করে ভ্রমণ করতে পারেন। এখানে আমরা ভাড়ার তালিকা তুলে ধরবো। জানতে পারবেন কোন আসন এর মূল্য কত। ভাড়ার তালিকা ট্রেনের টিকিট ক্রয় করে নিরাপদ ভ্রমণ করুন। ভাড়ার তালিকা টি নিচে দেওয়া হল।

আসন বিভাগটিকিটের মূল্য
শোভন১৮৫ টাকা
শোভন চিয়ার২২৫ টাকা
প্রথম আসন৩০০ টাকা
প্রথম বার্থ৪৪৫ টাকা
স্নিগ্ধা৪২৬ টাকা
এসি৫১২ টাকা
এসি বার্থ৭১১ টাকা

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button