Train Schedule

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী,ছুটির দিন, টিকেটের মূল্য ও ভাড়ার তালিকা

আজকের আলোচনার বিষয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। আপনি যদি সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাহলে এই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নিন। কারণ এই পোষ্টে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সকল তথ্য তুলে ধরা হয়েছে। এসব তথ্য জেনে নিয়ে আপনি নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ করতে পারবেন। এখান থেকে আপনি জানতে পারবেন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী,  ছুটির দিন, স্টেশন বিরতির সময় সূচি, ভাড়ার তালিকা সবকিছুই। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন নং ৭৭৫/৭৭৬ । এটি বাংলাদেশ রেলওয়ে পরিবারের অন্যতম ট্রেন গুলোর মধ্যে একটি। দ্রুতগতি সম্পন্ন ও বিলাসবহুল ট্রেন হওয়ায় অনেক জনপ্রিয়তা পেয়েছে। এটি প্রথম যাত্রা শুরু করে ২৭ জুন ২০১৩ সালে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ টু ঢাকা যাতায়াত করে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের ছয়দিন পরিষেবা দিয়ে থাকে।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

ট্রেনের সময়সূচি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অন্যান্য যানবাহনের মত ট্রেন একটার পর একটা থাকে না। একটি ট্রেন দিনে একবার এই যাত্রা করে। তাই ট্রেন ভ্রমণ করতে চাইলে সময়সূচী জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি রয়েছে । এই দিনটি যাতায়াত বন্ধ রাখে, সেই ছুটির দিনটি হচ্ছে শনিবার। কোন স্টেশন থেকে কখন ছাড়ে এবং কখন কোন স্টেশনে গিয়ে পৌঁছায় তা আপনাদের সুবিধার্থে নিচের টেবিলে দেওয়া হল ।

স্টেশনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
ঢাকা টু সিরাজগঞ্জশনিবার১৭ঃ০০২১ঃ৩০
সিরাজগঞ্জ টু ঢাকাশনিবার০৬ঃ০০১০ঃ২০

 সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বিরতিস্থান  সময়সূচী

এখানে আলোচনা করবো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন সময়সূচী নিয়ে। এক কথায় বলতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাত্রায় কোন কোন স্টেশনে কোন সময়ে বিরতি রাখেন সেই সবকিছু তুলে ধরবো এখানে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির যাত্রায় নয়টি স্টেশনে বিরতি রাখেন।  বিরতি স্টেশনের নাম, কোন সময় বিরতি রাখেন তা নিচের টেবিলে দাওয়া হল।

বিরতি স্টেশন নামসিরাজগঞ্জ থেকে (৭৭৫)ঢাকা থেকে (৭৭৬)
সিরাজগঞ্জ রায় পুর০৬ঃ০৮২১ঃ০৮
জামতৈল০৬ঃ২১২০ঃ৩৫
শহীদ-এম-মনসুর-আলী০৬ঃ৪৮২০ঃ৩০
বঙ্গবন্ধু সেতু পশ্চিম০৬ঃ৫৭
বঙ্গবন্ধু সেতু পূর্ব০৭ঃ৩০১৯ঃ০৫
টাঙ্গাইল০৭ঃ৫২১৯ঃ০৫
হিতেক সিটি০৮ঃ৪২
জয়দেবপুর০৯ঃ১৫১৭ঃ৫৭
বিমানবন্দর০৯ঃ৪২১৭ঃ২৭

 সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

 এখান থেকে জানতে পারবেন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে রয়েছে ৬ বিভাগের আসন। শোভন চেয়ার, প্রথম সিট, প্রথম বার্থ, স্নিগ্ধা, এসি সিট, এসি বার্থ। এর কোন আসনের টিকিটের মূল্য কত নিজের টেবিলে দেওয়া হল। সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করে নিরাপদ ভ্রমণ করুন।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন চেয়ার২৯৫ টাকা
প্রথম সিট৩৯০ টাকা
প্রথম বার্থ৫৮৫ টাকা
স্নিগ্ধা৪৯০ টাকা
এসি সিট৫৮৫ টাকা
এসি বার্থ৮৮০ টাকা

আমরা চেষ্টা করেছি আপনার ভ্রমণ সহযোগী সকল তথ্য তুলে ধরার। এসব তথ্য তুলে ধরে আপনি নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পারবেন বলে মনে করি। এরপরেও কোন তথ্য জানতে চাইলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। এছাড়াও আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আমাদের সাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ।

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button