Train Schedule

চট্টগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী (Sylhet To Chittagong Train Schedule) ও ভাড়া তালিকা

সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য, অনলাইন টিকিট বুকিং সিস্টেম এবং ছুটির দিনসহ সকল তথ্য দিয়ে সহযোগিতা করার লক্ষ্যে আমরা চলে এসেছি এই আর্টিকেলটি নিয়ে। সিলেট টু চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম টু সিলেট ট্রেন ভ্রমণ করতে চান । তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই দীর্ঘ পথটি ভ্রমণের জন্য আপনার আপনার যে সকল বিষয় জানা প্রয়োজন সেই সকল বিষয়ে সুষ্ঠু ভাবে জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। আপনি এখান থেকে যে বিষয়গুলো জানতে পারবেন সেগুলো হচ্ছে ট্রেনের সময়সূচী অর্থাৎ ট্রেনটি কোন স্টেশন থেকে কখন ছাড়ে এবং কখন কোন স্টেশনে পৌঁছে সেই সময়। এটি জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই কাজের ক্ষেত্রে সময় ধরে জার্নি করে থাকেন। এছাড়াও আপনি এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন সিলেট টু চট্টগ্রাম যাতায়াতকারী ট্রেনগুলোর ভাড়ার তালিকা। এর ফলে আপনি আপনার জন্য উপযুক্ত ট্রেনটি খুঁজে নিতে পারবেন। এছাড়াও জানতে পারবেন এই ট্রেন গুলোর মধ্যে কোন ট্রেনটির ছুটির দিন কোনটি। অর্থাৎ আপনি যদি সুষ্ঠু ও সুন্দর ভ্রমণ করতে চান তাহলে এই পোস্টটি সম্পূর্ণভাবে পড়ে নিন আশা করি ভ্রমণ সহযোগী সকল তথ্য দিয়ে আপনার সহযোগিতা করতে পারবো।

আমরা আমাদের ওয়েবসাইটটিতে বাংলাদেশ রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে এখানে প্রকাশ করে থাকি অর্থাৎ আপনার সঠিক তথ্য পাবেন এই ওয়েবসাইটে থেকে এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। চট্টগ্রাম থেকে সিলেট কিংবা সিলেট থেকে চট্টগ্রাম এই রেলপথের দূরত্ব অনেকেই জানিনা। এই রেলপথের দ্রুত হচ্ছে 379 কিলোমিটার। এই পথটি পাড়ি দিতে প্রায় সময় লাগে ৮ ঘণ্টা । এই দীর্ঘ সময়ে যেন যাত্রীদের অলস করে না তুলে এর জন্য এই ট্রেনগুলোতে রয়েছে আনন্দ ও বিনোদনের ব্যবস্থা। এছাড়াও খাওয়া-দাওয়া সহ বই পেপার পত্রিকা পড়ার ব্যবস্থা সহ আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে।

চট্টগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী

সুন্দর ভ্রমণ ও আনন্দদায়ক ভ্রমণের জন্য ভ্রমণ সময়সূচী জানা খুবই গুরুত্বপূর্ণ। সময়সূচী বলতে চট্টগ্রাম থেকে সিলেট এই দীর্ঘ পথ পাড়ি দিতে যে সময়সূচি গুলো রয়েছে অর্থাৎ ট্রেনটি কোন স্টেশন থেকে কখন ছাড়বে এবং কখন কোন স্টেশনে গিয়ে পৌঁছবে এ বিষয়গুলো। তাহলে বলা যায় একজন সচেতন ব্যক্তি হিসেবে আপনার এই সকল বিষয়ে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই জানিয়ে রাখি চট্টগ্রাম থেকে সিলেট অথবা সিলেট থেকে চট্টগ্রাম এই রোডে তিনটি ট্রেন চলাচল করে। দুইটি হচ্ছে আন্তঃনগর ট্রেন। মেন এক্সপ্রেস অর্থাৎ মেইন ট্রেন। চলুন এই তিনটি ট্রেনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আন্তঃনগর ট্রেন দুটির মধ্যে একটি হচ্ছে ১) পাহাড়িকা এক্সপ্রেস এবং ২) উদয়য়ন এক্সপ্রেস। এবং মেইন ট্রেন যেটি রয়েছে সেটি হচ্ছে জালালাবাদ এক্সপ্রেস। এই তিনটি ট্রেনের ছাড়ার সময় পৌছানোর সময় এবং ছুটির দিন নিচে টেবিল আকারে দেওয়া হল।

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
পাহাড়িকা এক্সপ্রেস(৭১৯)সোমবার০৯ঃ০০১৮ঃ০০
উদয়য়ন এক্সপ্রেস(৭২৩)শনিবার২১ঃ৪৫০৬ঃ০০

চট্টগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
জালালাবাদ এক্সপ্রেস(১৩)নাই১৯ঃ৩০১১ঃ০০

চট্টগ্রাম টু সিলেট ট্রেনের (ভাড়া তালিকা) টিকেটের মূল্য

চট্টগ্রাম থেকে সিলেট অথবা সিলেট থেকে চট্টগ্রাম এই পথটি ট্রেনে ভ্রমণের জন্য ভাড়া হিসেবে যে মূল্য ঠিক করা হয়েছে সেটি জানতে পারবেন এখান থেকে। ভ্রমণের পূর্বে টিকিটের মূল্য অথবা ভাড়া কত এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। এর উপর নির্ভর করে অনেকেই তাদের উপযুক্ত আসনটি নির্বাচন করে থাকে। আমরা সকলেই জানি ট্রেনে রয়েছে আসন বিন্যাস, এর একটি আসন এর মূল্য একেক রকম হয়ে থাকে। যেমন এই ট্রেনগুলোতে রয়েছে শোভন, শোভন চেয়ার, প্রথম আসন, প্রথম বাথ, স্নিগ্ধা, এসি, এসি বার্থ। এর প্রত্যেকটি আসনের মূল্য নিচে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার সামর্থ্য অনুযায়ী আসন নির্বাচন করে টিকিট ক্রয় করুন। কোন আসন এর মূল্য কত নিচের টেবিলে দাওয়া হল।

আসন বিভাগটিকেটের মূল্য
শোভন৩১৫ টাকা
শোভন চেয়ার৩৭৫ টাকা
প্রথম আসন৫০০ টাকা
প্রথম বার্থ৭৪৫  টাকা
স্নিগ্ধা৭১৯ টাকা
এসি৮৫৭ টাকা
এসি বার্থ১২৮৮  টাকা

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button