Train Schedule

জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন নিয়ে আজকের আলোচনা। আপনারা হয়তো জানেন এই সাইটে বাংলাদেশের সব ট্রেনের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয় । জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা যাতায়াত করে। জয়ন্তিকা এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম ট্রেন গুলোর একটি । এটি অনেক দ্রুত গতি সম্পন্ন ট্রেন। এই ট্রেনটির অনেক সুবিধা রয়েছে। তাই এই ট্রেনে ভ্রমণ অনেক আনন্দদায়ক, ও নিরাপদ। তাই ঢাকা থেকে সিলেট যেতে চাইলে এই ট্রেনটি বেছে নিন। নিচে তুলে ধরা হলো জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতির স্টেশন সময়সূচী, ভাড়ার তালিকা বা টিকিটের মূল্য।

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

আপনি যদি জয়ন্তিকা এক্সপ্রেস বা ঢাকা থেকে সিলেট প্রথমবার চাচ্ছেন তাহলে জেনে নিন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির ভাড়ার তালিকা। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য সকল মানুষের জন্য উপলব্ধ। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বিভাগের আসন রয়েছে। ১ এসি আসুন ২ প্রথম আসুন ৩ শোভন চেয়ার । মূল্য নিচে দেওয়া হল :

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন চেয়ার২৯৫ টাকা
প্রথম সিট৩৯৫ টাকা
এসি সিট৬৭৯ টাকা

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

এখানে আলোচনা করবো জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিয়ে। আপনার ইতিপূর্বে জেনে গেছেন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকা যাতায়াত করে। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির ঢাকা টু সিলেট যাওয়ার পথে সপ্তাহে কোনো ছুটি নেই কিন্তু সিলেট টু ঢাকা আসার পথে সপ্তাহিক ছুটি রয়েছে সেটি হচ্ছে বৃহস্পতিবার। এবার জেনে নিন ছাড়ার সময় এবং পৌছানোর সময়।

স্টেশনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
ঢাকা টু সিলেটনাই১২ঃ১৫১৯ঃ০০
সিলেট টু ঢাকাবৃহস্পতিবার১১ঃ১৫১৮ঃ২৫

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন  সময়সূচী

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু সিলেট যাওয়ার পথে যে সকল স্টেশনে বিরতি রাখেন এবং বিরতির সময় নিচে দেওয়া হল:

বিরতি স্টেশন নামঢাকা থেকে (৭১৭)সিলেট থেকে (৭১৮)
বিমান বন্দর১১ঃ৪২১৭ঃ৫৭
আশুগঞ্জ১৩ঃ০১১৬ঃ৩৮
বি- বাড়িয়া১৩ঃ২০১৬ঃ১৯
আজিম পুর১৩ঃ৫২১৫ঃ৫৫
মোকন্দপুর১৪ঃ১০১৫ঃ৩৮
হরষপুর১৪ঃ২৫১৫ঃ২৫
মনতলা১৪ঃ৩৮১৫ঃ১২
নওয়াপাড়া১৪ঃ৫৫১৪ঃ৪৮
শাহজীবাজার১৫ঃ১০১৪ঃ২৮
শায়েস্তাগঞ্জ১৫ঃ২৭১৪ঃ১৩
শ্রীমঙ্গল১৬ঃ১০১৩ঃ০৩
ভান গাছ১৬ঃ৩৩১৩ঃ০৮
কুলাউড়া১৭ঃ২৭১২ঃ৩২
মাইজগাঁও১৮ঃ০০১১ঃ৫৫

আশা করি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে আপনাকে পুরো ধারণা দিতে পেরেছি। ট্রেন সম্পর্কে আরো ধারণা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। আমাদের সাইটটি পরিদর্শন এবং আগ্রহের সাথে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button