জয়ন্তিকা এক্সপ্রেস (Jayantika Express) ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন নিয়ে আজকের আলোচনা। আপনারা হয়তো জানেন এই সাইটে বাংলাদেশের সব ট্রেনের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয় । জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকা যাতায়াত করে। জয়ন্তিকা এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম ট্রেন গুলোর একটি । এটি অনেক দ্রুত গতি সম্পন্ন ট্রেন। এই ট্রেনটির অনেক সুবিধা রয়েছে। তাই এই ট্রেনে ভ্রমণ অনেক আনন্দদায়ক, ও নিরাপদ। তাই ঢাকা থেকে সিলেট যেতে চাইলে এই ট্রেনটি বেছে নিন। নিচে তুলে ধরা হলো জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, বিরতির স্টেশন সময়সূচী, ভাড়ার তালিকা বা টিকিটের মূল্য।
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আপনি যদি জয়ন্তিকা এক্সপ্রেস বা ঢাকা থেকে সিলেট প্রথমবার চাচ্ছেন তাহলে জেনে নিন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির ভাড়ার তালিকা। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য সকল মানুষের জন্য উপলব্ধ। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বিভাগের আসন রয়েছে। ১ এসি আসুন ২ প্রথম আসুন ৩ শোভন চেয়ার । মূল্য নিচে দেওয়া হল :
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ২৯৫ টাকা |
প্রথম সিট | ৩৯৫ টাকা |
এসি সিট | ৬৭৯ টাকা |
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
এখানে আলোচনা করবো জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিয়ে। আপনার ইতিপূর্বে জেনে গেছেন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকা যাতায়াত করে। জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির ঢাকা টু সিলেট যাওয়ার পথে সপ্তাহে কোনো ছুটি নেই কিন্তু সিলেট টু ঢাকা আসার পথে সপ্তাহিক ছুটি রয়েছে সেটি হচ্ছে বৃহস্পতিবার। এবার জেনে নিন ছাড়ার সময় এবং পৌছানোর সময়।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু সিলেট | নাই | ১২ঃ১৫ | ১৯ঃ০০ |
সিলেট টু ঢাকা | বৃহস্পতিবার | ১১ঃ১৫ | ১৮ঃ২৫ |
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু সিলেট যাওয়ার পথে যে সকল স্টেশনে বিরতি রাখেন এবং বিরতির সময় নিচে দেওয়া হল:
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭১৭) | সিলেট থেকে (৭১৮) |
বিমান বন্দর | ১১ঃ৪২ | ১৭ঃ৫৭ |
আশুগঞ্জ | ১৩ঃ০১ | ১৬ঃ৩৮ |
বি- বাড়িয়া | ১৩ঃ২০ | ১৬ঃ১৯ |
আজিম পুর | ১৩ঃ৫২ | ১৫ঃ৫৫ |
মোকন্দপুর | ১৪ঃ১০ | ১৫ঃ৩৮ |
হরষপুর | ১৪ঃ২৫ | ১৫ঃ২৫ |
মনতলা | ১৪ঃ৩৮ | ১৫ঃ১২ |
নওয়াপাড়া | ১৪ঃ৫৫ | ১৪ঃ৪৮ |
শাহজীবাজার | ১৫ঃ১০ | ১৪ঃ২৮ |
শায়েস্তাগঞ্জ | ১৫ঃ২৭ | ১৪ঃ১৩ |
শ্রীমঙ্গল | ১৬ঃ১০ | ১৩ঃ০৩ |
ভান গাছ | ১৬ঃ৩৩ | ১৩ঃ০৮ |
কুলাউড়া | ১৭ঃ২৭ | ১২ঃ৩২ |
মাইজগাঁও | ১৮ঃ০০ | ১১ঃ৫৫ |
আশা করি জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে আপনাকে পুরো ধারণা দিতে পেরেছি। ট্রেন সম্পর্কে আরো ধারণা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। আমাদের সাইটটি পরিদর্শন এবং আগ্রহের সাথে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।