সীমান্ত এক্সপ্রেস (Simanta Express) ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা
আমাদের আজকের বিষয়টি বাংলাদেশের একটি অন্তঃনগর ট্রেন সম্পর্কে। আজকে আলোচনা করবো সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে। এই পোস্টটি পড়ে আপনি জানতে পারবেন সীমান্ত এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য, ছুটির দিন, স্টেশন বিরতি সবকিছু । সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে চিলাহাটি, চিলাহাটি থেকে খুলনা যাতায়াত করে। এটি এই রোটের জনপ্রিয় ট্রেন। আপনি যদি এই ট্রেনে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নিয়ে।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি
এখানে আমরা আলোচনা করবো সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিয়ে, উপরে বলে রেখেছি সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে চিলাহাটি, চিলাহাটি থেকে খুলনা যাতায়াত করে।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির বর্তমান পরিচালক বাংলাদেশ রেলওয়ে। এই ট্রেনের ভ্রমণ দূরত্ব ৪৪৬ কিলোমিটার। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি খুলনা রেলস্টেশন থেকে ১২: ১৫ মিনিটে যাত্রা শুরু করে । এবং চিলাহাটি গিয়ে পৌঁছায় ৬:২০ মিনিটে । আবার চিলাহাটি থেকে যাত্রা শুরু করে ১৮:৪৫ মিনিটে। এবং খুলনা গিয়ে পৌঁছায় ০৪: ১০ মিনিটে।সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির ছুটির দিন সোমবার এই দিন ট্রেন চলাচল বন্ধ রাখেন। আপনাদের সুবিধার্থে টেবিল আকারে নিচে দেওয়া হল:
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
খুলনা টু চিলাহাটি | সোমবার | ২১ঃ১৫ | ০৬ঃ২০ |
চিলাহাটি টু খুলনা | সোমবার | ১৮ঃ৪৫ | ০৪ঃ১০ |
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
নিরাপদ ভ্রমণের জন্য বিরতি স্টেশনের সময়সূচি জানা খুবই গুরুত্বপূর্ণ। স্টেশন বিরতি সময়সূচী জানলে ভ্রমণ আনন্দদায়ক হয়ে উঠে। সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির ৪৪৬ কিলোমিটার পথ অতিক্রম করতে ১৭ টি স্টেশনে বিরতি রাখেন। নিচে স্টেশন বিরতি সময়সূচী দেওয়া হল।
বিরতি স্টেশন নাম | খুলনা থেকে (৭৪৭) | চিলাহাটি থেকে (৭৪৮) |
যশোর | ২২ঃ২০ | ০২ঃ৫১ |
কোট চাঁদপুর | ২২ঃ৫৯ | ০২ঃ১০ |
দর্শনা হল্ট | ২৩ঃ২৬ | ০১ঃ৪৩ |
চুয়াডাঙ্গা | ২৩ঃ৫৩ | ০১ঃ২১ |
পোড়াদহ | ০০ঃ৩১ | ০০ঃ৪৭ |
ভেড়ামারা | ০০;৫২ | ০০ঃ২৬ |
ঈশ্বরদী | ০১ঃ২০ | ২৩ঃ৪৫ |
নাটোর | ০১ঃ৫৫ | ২৩ঃ০০ |
সান্তাহার | ০২ঃ৫০ | ২২ঃ১৫ |
আক্কেলপুর | ০৩ঃ১৫ | ২১ঃ৫৩ |
জয়পুরহাট | ০৩ঃ৩১ | ২১ঃ৩৫ |
বিরামপুর | ০৪ঃ০৩ | ২১ঃ০২ |
ফুলবাড়ি | ০৪ঃ১৭ | ২০;৪৮ |
পার্বতীপুর | ০৪ঃ৪৫ | ২০ঃ১০ |
সৈয়দপুর | ০৫ঃ১৫ | ১৯ঃ৪১ |
নীলফামারী | ০৫ঃ৩৭ | ১৯ঃ১৯ |
ডোমার | ০৫ঃ৫৩ | ১৯ঃ০২ |
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ভ্রমণ দূরত্ব ৪৪৬ কিলোমিটার। ট্রেনের টিকিটের মূল্য দূরত্বের উপর নির্ভরশীল। সীমান্ত এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম খুব বেশি নয়। তবে আপনি যদি ভাল মানের আসনে আরামদায়ক ভ্রমণ করতে চান তবে সেই ভিত্তিতে টিকিট ক্রয় করতে পারেন। সীমান্ত এক্সপ্রেস ট্রেন টিতে চারটি আসন বিভাগ রয়েছে। শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ। টিকিটের মূল্য নিচে দেয়া হল আপনার সামর্থ্য অনুযায়ী আসন নির্বাচন করুন ।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ১৭০ টাকা |
স্নিগ্ধা | ৯৬৬ টাকা |
এসি সিট | ৫৬৪ টাকা |
এসি বার্থ | ৮২৩ টাকা |
(অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২১ সাল অব্দি কার্যকর।) পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সকল ভ্রমণ সহযোগী তথ্য তুলে ধরা চেষ্টা করি। আমাদের সাইট থেকে ১০০ ভাগ নির্ভুল তথ্য জেনে নিয়ে নিরাপদ ভ্রমণ করুন। আমাদের এই সাইট আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। নিচে কমেন্ট বক্সে মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।