দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা
আপনি নিশ্চয়ই দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ছুটির দিন, ভাড়ার তালিকা খুঁজছেন। তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনার প্রয়োজনীয় সকল তথ্য পাবেন এই পোস্টের মাধ্যমে। আপনার ভ্রমণ সহযোগী সকল তথ্য তুলে ধরব এখানে। নিরাপদ ভ্রমণের জন্য পুরো পোস্টটি পড়ে নিন। আশা করি এসকল তথ্য জেনে রাখলে আপনি নিরাপদ ভ্রমণ করতে পারবেন। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭৬৭/৭৬৮। বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর পর্যন্ত চলাচল কারী একটি অন্তঃনগর ট্রেন। এটি উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ট্রেন। এটি প্রথম যাত্রা শুরু করে ১৬ মার্চ ১৯৮৬ সালে। এটি অনেক আগের একটি ট্রেন। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে সান্তাহার যাত্রা করতে গড় সময় লাগে ৬ ঘণ্টা ১০ মিনিট। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে আসন বিন্যাস, ঘুমানোর ব্যবস্থা, খাদ্য সুবিধা, বিনোদনের সুবিধা, পেপার পত্রিকা পড়ার সুবিধা ইত্যাদি।
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আপনি যদি দোলনচাঁপা এক্সপ্রেস এর মাধ্যমে সান্তাহার থেকে দিনাজপুর যাত্রা করতে চান তাহলে আপনাকে অবশ্যই সময়সূচী জানতে হবে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন থেকে ছাড়েন ১৩: ২০ মিনিটে এবং দিনাজপুর গিয়ে পৌঁছায় ২০ টা ১০ মিনিটে। একইভাবে দিনাজপুর থেকে ছাড়ে ৬ টা ০৫ মিনিটে। সান্তাহার গিয়ে পৌঁছায় ১২: ২৫ মিনিটে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহিক ছুটি রয়েছে। এই দিন ট্রেনটি চলাচল বন্ধ রাখেন। ছুটির দিনটি হচ্ছে রবিবার । আপনার সুবিধার্থে টেবিল আকারে নিচে দেওয়া হলো।
স্টেশন | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
সান্তাহার টু দিনাজপুর | রবিবার | ১৩ঃ২০ | ২০ঃ১০ |
দিনাজপুর টু সান্তাহার | রবিবার | ০৬ঃ০৫ | ১২ঃ২৫ |
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
ভ্রমণ আনন্দদায়ক করার জন্য স্টেশন বিরতি ও সময়সূচী জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্টেশন বিরতি মূলত ট্রেন ভ্রমণ কে আনন্দদায়ক করে তুলে। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ৬ ঘণ্টা ১০ মিনিটের যাত্রায় ১৪ টি স্টেশনে বিরতি রাখেন। স্টেশনের নাম ও বিরতির সময় নিচের টেবিলে দেওয়া হল।
বিরতি স্টেশন নাম | সান্তাহার থেকে (৭৬৭) | দিনাজপুর থেকে (৭৬৮) |
তালোড়া | ১৩ঃ৫৫ | ১২ঃ০০ |
বগুড়া | ১৪ঃ১৭ | ১১ঃ৩৫ |
সোনাতলা | ১৪ঃ৫২ | ১১ঃ০১ |
মহিমাগঞ্জ | ১৫ঃ০২ | ১০ঃ৫১ |
বোনারপাড়া | ১৫ঃ১২ | ১০ঃ৩৯ |
গাইবান্ধা | ১৫ঃ৩৭ | ১০ঃ১৪ |
বামনডাঙ্গা | ১৬ঃ১০ | ০৯ঃ৪৩ |
পীরগাছা | ১৬ঃ৩০ | ০৯ঃ২৫ |
কাউনিয়া | ১৬ঃ৪৭ | ০৮ঃ৫০ |
রংপুর | ১৭ঃ২৯ | ০৮ঃ১৪ |
বদরগঞ্জ | ১৮ঃ০৫ | ০৭ঃ৪৫ |
খোলাহাটি | ১৮ঃ১৭ | ০৭ঃ৩৫ |
পার্বতীপুর | ১৮ঃ৪৫ | ০৭ঃ০০ |
চিরিরবন্দর | ১৯ঃ৩৩ | ০৬ঃ৩৮ |
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ভাড়া তালিকা
দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভাড়ার বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন টিকিট আপনি, টিকিট কাউন্টারে গিয়ে ক্রয় করতে পারেন, অথবা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই টিকিট ক্রয় করতে পারেন। আসল বিভাগও টিকিটের মূল্য নিচে দেওয়া হল।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫%ভ্যাট) |
শোভন | ১২০ টাকা |
শোভন চেয়ার | ১৪৫ টাকা |
প্রথম বার্থ | ২৯০ টাকা |
স্নিগ্ধা | ২৪০ টাকা |
এসি সিট | ২৯০ টাকা |
এসি বার্থ | ৪৩০ টাকা |