ঢাকা টু তারাকান্দি ট্রেনের সময়সূচী (Dhaka To Tarakandi Train Schedule) ও ভাড়ার তালিকা
ঢাকা টু তারাকান্দি ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য সহ এই পথে চলাচল কৃত সকল ট্রেনের বিস্তারিত তথ্য জানতে পারবেন এখান থেকে । বর্তমান সময়ে ট্রেনের জনপ্রিয়তা ব্যাপক। ছোট বড় সকল ভ্রমণে ট্রেন কে বেছে নিচ্ছে পরিবহন হিসেবে। এর কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে যেমন এখানে কম খরচে ভ্রমণ করা যায়, এছাড়াও ট্রেনে নেই যানজট সমস্যা। এবং অনেকের কাছে ট্রেন ভ্রমণ আন্দোলন হয়ে থাকে। তাই সকলে ঈদ সম্পর্কে জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছে। সকল মানুষের কথা চিন্তা করে আমরা এখানে টেন সংক্রান্তঃ তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এখানে আলোচনা করব ঢাকা টু তারাকান্দি রোডে যে সকল ট্রেন চলাচল করে থাকে সেই সকল ট্রেন সম্পর্কে।
এই পোষ্টের মাধ্যমে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন, এখানে আমরা আপনাদের ভ্রমণ সহযোগী সকল তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। হঠাৎ ভ্রমণের ক্ষেত্রে যে সকল বিষয় জানা গুরুত্বপূর্ণ সেই সকল বিষয়ের পাশাপাশি এই দিনগুলোর সুবিধা এবং অসুবিধা সব কিছু তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে আপনি জানতে পারবেন ট্রেনের সময়সূচী এবং ভাড়া মূল্য।
ঢাকা টু তারাকান্দি ট্রেনের সময়সূচী
ভ্রমণের ক্ষেত্রে সময় জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই রয়েছে যারা সময় জ্ঞান ছাড়া ভ্রমণ করে থাকে, এর ফলে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ কাজ করার জন্য ভ্রমণ করে সঠিক সময়ে না পৌঁছানো কারণে তারা গুরুত্বপূর্ণ কাজ করতে ব্যর্থ হয়। তাই আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন ট্রেনের সময়সূচী। আগে আপনাদের জানিয়ে দেই ঢাকা টু তারাকান্দি রোড এ 2 টি ট্রেন চলাচল করে। একটি ট্রেনের নাম হচ্ছে অগ্নিবিণা এক্সপ্রেস এবং অপরটির নাম হচ্ছে যমুনা এক্সপ্রেস। এই ত্রুটির কোন সাপ্তাহিক ছুটি নেই। বিস্তারিত তথ্য নিচে টেবিলে দাওয়া হল।
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
অগ্নিবীণা এক্সপ্রেস(৭৩৫) | নাই | ১০ঃ০০ | ১৬ঃ৪৫ |
যমুনা এক্সপ্রেস(৭৪৫) | নাই | ১৬ঃ৪৫ | ২২ঃ৫৫ |
ঢাকা টু তারাকান্দি ট্রেনের ভাড়া তালিকা
ঢাকা টু তারাকান্দি ট্রেনের ভাড়ার তালিকা সম্পর্কে জানার ইচ্ছে থাকলে আপনারা এখান থেকে খুব সহজেই এই বিষয়টি জেনে নিতে পারেন। টিকিটের ভাড়া সম্পর্কে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেকেই এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকে এ দীর্ঘ পথ পাড়ি দিতে কত টাকা খরচ হতে পারে এ বিষয়টি নিয়ে। তো এই সমস্যার সমাধান আপনারা এখান থেকে নিতে পারেন নিচে আমরা টেবিল আকারে ভাড়ার তালিকাটি দিয়ে রাখছি।
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ১৮৫ টাকা |
শোভন চেয়ার | ২২০টাকা |
প্রথম আসন | ২৯৫ টাকা |
প্রথম বার্থ | ৪৪০ টাকা |
স্নিগ্ধা | ৪২০ টাকা |
এসি | ৫০৬ টাকা |
এসি বার্থ | ৭৫৪ টাকা |