Train Schedule

কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ছুটির দিন, টিকেট ও ভাড়ার তালিকা

আজকের আলোচনার বিষয় কালনী এক্সপ্রেস ট্রেন। কালনী এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭৭৩/৭৭৪ । আপনি যদি এই কালনী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করার কথা ভেবে থাকেন তাহলে জেনে নিন কালনী এক্সপ্রেস ট্রেনের যাবতীয় তথ্য। প্রথমে পরিচয় করিয়ে দেয়া যাক কালনী এক্সপ্রেস ট্রেনটির সাথে। কালনী এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে ঢাকায় যাতায়াত করে। এটি প্রথম যাত্রা শুরু করে ১৫ মে ২০১২ সালে । যাত্রার গড় সময় লাগে ৬ ঘন্টা ৪০ মিনিট । কালনী এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি রয়েছে একদিন এবং এটি ৮টি স্টেশনে বিরতি রাখেন।

কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনারা জানেন কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা রুটে যাতায়াত করে । এই যাত্রা কখন কোথা থেকে শুরু হয় এবং কখন কোথায় শেষ করে। ছুটির দিন, সব কিছু জানতে পারবেন এখান থেকে। কালনী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহিক ছুটি রয়েছে। এই দিনে ট্রেন চলাচল বন্ধ রাখেন। ছুটির দিনটি হচ্ছে শুক্রবার। কালনী এক্সপ্রেস ট্রেনটি কোন স্টেশন থেকে কখন ছাড়েন এবং কখন কোন স্টেশনে গিয়ে পৌঁছায় জানতে নিচের টেবিলে চোখ রাখুন।

 স্টেশনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
ঢাকা টু সিলেটশুক্রবার১৫ঃ০০২১ঃ৩০
সিলেট টু ঢাকাশুক্রবার০৬ঃ১৫১৩ঃ০০

কালনী এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন  সময়সূচী

কালনী এক্সপ্রেস ট্রেনটির বিরতি স্টেশন সময়সূচী জানতে পারবেন এখান থেকে। কালনী এক্সপ্রেস ট্রেনটির এই দুরন্ত ভ্রমণে সাতটি স্টেশনে বিরতি রাখেন । কখন কোন স্টেশনে বিরতি রাখেন জেনে নিতে নিচের টেবিলে চোখ রাখুন।

বিরতি স্টেশন নামঢাকা থেকে (৭৭৩)সিলেট থেকে (৭৭৪)
বিমান বন্দর১৫ঃ২৭১২ঃ১০
আজিম পুর১৭ঃ১৫১০ঃ১৫
শায়েস্তাগঞ্জ১৮ঃ১৫০৯ঃ০২
শ্রীমঙ্গল১৮ঃ৫৭০৮ঃ২০
শমশেরনগর১৯ঃ২৮০৭ঃ৫২
কুলাউড়া১৯ঃ৫৭০৭ঃ২৫
মাইজগাঁও২০ঃ৩০০৬ঃ৫৩

কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

আপনি যদি কালনী এক্সপ্রেস ট্রেনটিতে প্রথমবার ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ভাড়ার তালিকাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। ট্রেন পরিবহনটি জনপ্রিয়তা পাওয়ার কারণ এটিতে সকল শ্রেণীর মানুষের উপযুক্ত আসন রয়েছে। সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করার সুবিধা রয়েছে।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন চেয়ার৩২০ টাকা
প্রথম সিট৪২৫ টাকা
প্রথম বার্থ৬৪০ টাকা
স্নিগ্ধা৬১০ টাকা
এসি সিট৭৩৬ টাকা
এসি বার্থ১০৯৯ টাকা

চেষ্টা করেছি কালনী এক্সপ্রেস ট্রেনটির সকল তথ্য দিয়ে আপনাকে সহযোগীতা করার । এরপরেও কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিতে।

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button