Train Schedule

পদ্মা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ছুটির দিন, টিকেট ও ভাড়ার তালিকা

আজকে আলোচনা করব পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে। এখান থেকে আপনি পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সকল তথ্য জেনে নিয়ে নিরাপদ ভ্রমণ করতে পারবেন। আপনি যদি এক্সপ্রেস ট্রেনটি ভ্রমণ করে কথা ভেবে থাকেন, তাহলে মনোযোগ সহকারে পরো পোস্টটি পড়বেন। কারণ এই পোষ্টের মাধ্যমে আমরা পদ্মা এক্সপ্রেস ট্রেনটির ভ্রমণ সহযোগী সকল তথ্য তুলে ধরবো। এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন, পদ্মা এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি, টিকিট ও ভাড়ার তালিকা, ছাড়ার সময়, পৌঁছানোর সময়, ছুটির দিন সবকিছুই। পদ্মা এক্সপ্রেস ট্রেনটির ট্রেন নং ৭৫৯/৭৬০। বাংলাদেশ রেলওয়ে পরিবারের অন্যতম ট্রেন গুলোর মধ্যে একটি হলো এই পদ্মা এক্সপ্রেস। পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু রাজশাহী রাজশাহী টু ঢাকা যাত্রা করে।

পদ্মা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

এখানে আলোচনা করবো পদ্মা এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি নিয়ে আপনি যদি পদ্মা এক্সপ্রেস ট্রেনে নতুন হয়ে থাকেন তাহলে সময়সূচী আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই জানিয়ে রাখি পদ্মা এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহিক ছুটি রয়েছে। এটি সপ্তাহে ছয়দিন চলাচল করে এবং একদিন ছুটি। সেই ছুটির দিনটি হচ্ছে মঙ্গলবার এই দিন চলাচল বন্ধ রাখেন। পদ্মা এক্সপ্রেস ট্রেনটি কোন স্টেশন থেকে কখন ছাড়ে এবং কখন গিয়ে পৌঁছায় এসব নিজের টেবিলে দেওয়া হল।

স্টেশনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
ঢাকা টু রাজশাহীমঙ্গলবার২৩ঃ০০০৪ঃ৩০
রাজশাহী টু ঢাকামঙ্গলবার১৬ঃ০০২১ঃ৪০

পদ্মা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন  সময়সূচী

এখানে জানতে পারবেন পদ্মা এক্সপ্রেস ট্রেনটি বিরতি স্টেশনের সময়সূচি। পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে কোন কোন স্টেশনে কখন বিরতি রাখেন। এসব জেনে ভ্রমন আনন্দদায়ক করে নিন। পদ্মা এক্সপ্রেস ট্রেনটির এই দীর্ঘ যাত্রায় দশটি স্টেশনে বিরতি রাখেন। স্টেশন গুলোর নাম নিচের টেবিলে দেওয়া হল।

বিরতি স্টেশন নামঢাকা থেকে (৭৫৯)রাজশাহী থেকে (৭৬০)
বিমান বন্দর২৩ঃ২৭২১ঃ০৯
জয়দেব পুর০০ঃ০১২০ঃ৩৬
টাঙ্গাইল০১;০০১৯ঃ২৫
বি-বি-পূর্ব০১;২৫১৯ঃ০৩
শহীদ এম মনসুর আলী০২ঃ০১১৮ঃ২১
উল্লাপাড়া০২ঃ২১১৮ঃ০২
বড়াল ব্রীজ০২ঃ৪১১৭;৪৩
চাটমোহর০২ঃ৫৭১৭ঃ২৭
ঈশ্বরদী০৩ঃ২০১৭ঃ০০
আব্দুলাপুর০৩ঃ৩৬১৬ঃ৪৪

পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

এখান থেকে জেনে নিন পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ভাড়ার তালিকা। আপনি যদি পদ্মা এক্সপ্রেস ট্রেনটিতে প্রথম হয়ে থাকেন তাহলে ভাড়ার বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভাড়া খুব বেশি না হওয়ায় এটি সকল মানুষের জন্য সহজলভ্য। পদ্মা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ আসন বিন্যাস রয়েছে। তাদের টিকিটের মূল্য আসন বিভাগের উপর ভিত্তি করে কম বা বেশী হয়ে থাকে। আসন বিভাগ ও টিকিটের মূল্য নিচে দেওয়া হলো।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন চেয়ার৩১৫ টাকা
স্নিগ্ধা৫২৫ টাকা
এসি সিট৬৩০ টাকা
এসি বার্থ৯৪০ টাকা

সকল ট্রেনের বিস্তারিত তথ্য পাবেন আমাদের সাইটে। উপরোক্ত পদ্মা এক্সপ্রেস ট্রেনের দেওয়া তথ্যের বাইরে আপনি যদি কোন কিছু জানতে চান। তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার। এই পোস্টের মাধ্যমে আপনার যদি এতোটুকু উপকার হয়ে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে সাইটটি শেয়ার করুন। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button