বিজয় এক্সপ্রেস (Bijoy Express) ট্রেনের সময়সূচী,ছুটির দিন, টিকেট ও ভাড়ার তালিকা
আজকে যে ট্রেন সম্পর্কে আলোচনা করবো, যেটি বাংলাদেশ রেলওয়ে পরিবারের অন্যতম ট্রেন গুলোর মধ্যে একটি। হ্যাঁ আজকে আলোচনা করবো বিজয় এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে। আপনি যদি বিজয় এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে জানতে চান। তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। এখানেই আমরা তুলে ধরবো বিজয় এক্সপ্রেস ট্রেনটির সকল তথ্য এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন। বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ছুটির দিন, টিকিট ও ভাড়ার তালিকা। কোন স্টেশন থেকে কখন ছাড়ে। বিজয় এক্সপ্রেস ট্রেনটি সুযোগ-সুবিধা সবকিছু। বিজয় এক্সপ্রেস ট্রেনটির, ট্রেন নং ৭৫৮-৭৫৯। এটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। এটি প্রথম পরিষেবা দিয়েছে ১৯ শে ডিসেম্বর ২০১৪ সালে।
বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আপনারা জানেন বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম টু ময়মনসিংহ, ময়মনসিংহ টু চট্টগ্রাম যাতায়াত করে। এই ট্রেনের ভ্রমণ দূরত্ব ৩৪৯ কিলোমিটার (349 কিলোমিটার) পথ পাড়ি দিতে বিজয় এক্সপ্রেস ট্রেনের গড় সময় লাগে ৮ ঘন্টা ৪৭ মিনিট। বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম টু ময়মনসিংহ মাত্রায়, বুধবার বন্ধ থাকে। এবং ময়মনসিংহ টু চট্টগ্রাম যাত্রায় মঙ্গলবার বন্ধ থাকে। বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ৭ টা ২০ মিনিটে এবং ময়মনসিংহ গিয়ে পৌঁছায় ১৫ টা ৫৫ মিনিটে। একইভাবে ময়মনসিংহ থেকে সাড়ে ২০ টা ৩০ মিনিটে এবং চট্টগ্রাম গিয়ে পৌঁছায় ৫:৩০ মিনিটে। আপনাদের বোঝার সুবিধার্থে স্টেশনের নাম, ছুটির দিন, ছাড়ার সময়, পৌছানোর সময় নিচের টেবিলে দাওয়া হলো।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
চট্টগ্রাম টু ময়মনসিংহ | বুধবার | ০৭ঃ২০ | ১৫ঃ৫৫ |
ময়মনসিংহ টু চট্টগ্রাম | মঙ্গলবার | ২০ঃ৩০ | ০৫ঃ৩০ |
বিজয় এক্সপ্রেস ট্রেনের বিরতি স্থান ও সময়সূচী
এখান থেকে জানতে পারবেন বিজয় এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন সময়সূচী সম্পর্কে ।বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম টু ময়মনসিংহ ময়মনসিংহ টু চট্টগ্রাম যাত্রার গড় সময় লাগে ৮ ঘন্টা ৪৭ মিনিট। ৮ ঘন্টা ৪৭ মিনিটের এই যাত্রায় বিজয় এক্সপ্রেস ট্রেনটি ৮টি স্টেশনে বিরতি রাখে। বিরাতি স্টেশন গুলোর নাম নিজের টেবিলে দেওয়া হলো।
বিরতি স্টেশন নাম | চট্টগ্রাম থেকে (৭৮৫) | ময়মনসিংহ থেকে (৭৮৬) |
ভাটিয়ারী | ০৭ঃ৩৭ | ০৫ঃ০৬ |
ফেনী | ০৮ঃ৫৫ | ০৩ঃ৪৮ |
লাকসাম | ০৯ঃ৪০ | ০৩ঃ০৫ |
কুমিল্লা | ১০ঃ২০ | ০২ঃ৩৬ |
আখাউড়া | ১১ঃ৩০ | ০০ঃ৫০ |
ভৈরব বাজার | ১২ঃ২০ | ০০ঃ০৫ |
কিশোরগঞ্জ | ১৩ঃ৩৫ | ২৩ঃ৩৫ |
গৌরীপুর | ১৪ঃ৪৫ | ২১ঃ০০ |
বিজয় এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
বিজয় এক্সপ্রেস ট্রেনটিতে নতুন হয়ে থাকলে, অথবা চট্টগ্রাম টু ময়মনসিংহ ময়মনসিংহ টু চট্টগ্রাম রুটে প্রথমবার যাত্রা করলে ভাড়ার বিষয়টি জেনে রাখা জরুরী। বিজয় এক্সপ্রেস ট্রেনে ৩ বিভাগের আসন রয়েছে। আপনার সামর্থ্য ও চাহিদা অনুযায়ী টিকিট ক্রয় করে নিরাপদ ভ্রমণ করতে পারবেন। ট্রেনের টিকিট, টিকিট কাউন্টারে গিয়ে ক্রয় করতে পারেন । অথবা অনলাইন ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন। আসন বিভাগ এবং কোন আসনের টিকিটের মূল্য কত জানতে নিচের টেবিলে চোখ রাখুন।
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ৩২০ টাকা |
শোভন চেয়ার | ৩৮৫ টাকা |
প্রথম সিট | ৫১৫ টাকা |
বিজয় এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে দেওয়া সকল তথ্য বাংলাদেশ রেলওয়ে সরকারী সাইট থেকে সর্বহার করা হয়েছে ।আশা করি সব তথ্য অনুসরণ করে নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। এই পোস্টের মাধ্যমে আপনার উপকার হয়ে থাকে আপনার বন্ধু-বান্ধব ,আত্মীয়-স্বজনদের মাধ্যমে শেয়ার করে তাদের ভ্রমণ সহযোগী হতে পারেন। এছাড়াও আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত জানাতে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করেন। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।