Train Schedule

ঢাকা টু নাটোর ট্রেনের সময়সূচী (Dhaka To Natore Train) টিকেট ও ভাড়ার তালিকা

আজকে আমরা আপনাদের সামনে ঢাকা টু নাটোর ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা সহ এই রুটে চলাচল কৃত সকল ট্রেনের বিস্তারিত তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। আপনি যদি এই রোডে ভ্রমণ করতে চান তাহলে এই পোষ্ট টি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে ভ্রমণ সহযোগী সকল তথ্য জানতে পারবেন এখানে। এছাড়াও যেহেতু আমরা এই পোস্টে ঢাকা টু নাটোর যাত্রা করে এমন সকল ট্রেন সম্পর্কে আলোচনা করব, সেহেতু আপনারা আপনার জন্য উপযুক্ত ট্রেনটি নির্বাচন করতে পারবেন। বর্তমান সময়ে ট্রেনে ভ্রমণের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। একারণেই ট্রেন এর সময়সূচী ভাড়ার তালিকা ছুটির দিনসহ সকল তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার লক্ষে আমাদের এই ওয়েবসাইটটি। আমাদের এই ওয়েবসাইটটিতে সকল ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা দেওয়া হয়।

ঢাকা টু নাটোর রেলপথ অনুযায়ী এর দূরত্ব ২০৪.৮ কিলোমিটার প্রায় এই পথ পাড়ি দিয়ে থাকেন সেই পাঁচটি ট্রেনের নাম নিচে দেওয়া হচ্ছে।
১) একতা এক্সপ্রেস
২) লালমনি এক্সপ্রেস
৩) দ্রুতযান এক্সপ্রেস
৪) নীলসাগর এক্সপ্রেস
৫) রংপুর এক্সপ্রেস
এই সকল ট্রেনের বিস্তারিত তথ্য জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে।

ঢাকা টু নাটোর ট্রেনের সময়সূচী

ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি আপনারা অনেকেই ঢাকা টু নাটোর ট্রেনের সময়সূচী জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছেন। কিন্তু কোন ওয়েবসাইটে আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারছে না তাই আমরা বাংলাদেশ রেলওয়ের এর অফিসিয়াল ওয়েবসাইট এর অধীনে থাকা তথ্য নিয়ে আপনাদের সহযোগীতা করার লক্ষ্যে এখানে ঢাকা টু নাটোর ট্রেনের সময়সূচী দিয়ে রাখছি। এছাড়াও সময় সূচির পাশাপাশি ট্রেনগুলোর ছুটির দিন দিয়ে রাখছি। এই সকল ট্রেনের ছুটির দিন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এর কারণ ছুটির দিনগুলোতে ট্রেনগুলো চলাচল বন্ধ থাকে এক্ষেত্রে আপনার যাত্রা বন্ধ রাখতে হবে। তাই আপনি এখান থেকে জেনে নিতে পারবেন ট্রেন ছাড়ার সময় পৌছানোর সময় এবং কোন ট্রেনটির ছুটির দিন কোনটি।

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
একতা এক্সপ্রেস(৭০৫)নাই১০ঃ১০১৫ঃ১০
লালমনি এক্সপ্রেস(৭৫১)শুক্রবার২১ঃ৪৫০২ঃ৪২
দ্রুতযান এক্সপ্রেস(৭৫৭)নাই২০ঃ০০০০ঃ২৮
নীলসাগর এক্সপ্রেস(৭৬৫)সোমবার০৬ঃ৪০১১ঃ১৬
রংপুর এক্সপ্রেস(৭৭১)রবিবার০৯ঃ১০১৩ঃ৫৯

ঢাকা টু নাটোর ট্রেনের ভাড়ার তালিকা

ঢাকা টু নাটোর রোডে যে সকল ট্রেন চলাচল করে সেই সকল ট্রেন উন্নত মানের। এটি বলার কারণ হচ্ছে এই ট্রেনগুলো দ্রুতগামী এবং যাত্রীদের জন্য অনেক সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। আমরা সকলেই জানি ট্রেনে রয়েছে আসন বিভাগ অর্থাৎ আসল বেদে ট্রেনের টিকিটের মূল্য নির্ধারণ করা থাকে। আপনি যদি বেশি টাকা খরচের মাধ্যমে উন্নত আসনের টিকিট ক্রয় করতে পারেন তাহলে আনন্দময় ভ্রমণ করতে পারবেন। নিচে আমরা আসন ভেদে ভাড়ার তালিকা ছক আকারে দিয়ে রাখছি

আসন বিভাগটিকেটের মূল্য
শোভন২৬৫ টাকা
শোভন চেয়ার৩২০ টাকা
প্রথম সিট৪২৫ টাকা
প্রথম বার্থ৬৪০ টাকা
স্নিগ্ধা৫৩০ টাকা
এসি সিট৬৪০ টাকা
এসি বার্থ৯৫৫ টাকা

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button