মেঘনা এক্সপ্রেস (Meghna Express) ট্রেনের সময়সূচী, টিকেটের মূল্য ও ভাড়ার তালিকা
আজকের আলোচনার বিষয় মেঘনা এক্সপ্রেস ট্রেন। আজকে আপনাদের সামনে তুলে ধরবো মেঘনা এক্সপ্রেস ট্রেনটির সকল তথ্য। আপনি যদি মেঘনা এক্সপ্রেস ট্রেনটিতে ভ্রমণ করার কথা ভেবে থাকেন তাহলে এই পোস্টটি শুধু আপনার জন্য। এখানে দেওয়া সকল তথ্য আপনি মনোযোগ সহকারে পরে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পারেন। আপনার নিরাপদ ভ্রমণের জন্য যে তথ্য জানা দরকার সবকিছুই পাবেন এই পোস্টের মাধ্যমে। মেঘনা এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭২৯/৭৩০ । এটি চট্টগ্রাম থেকে চাঁদপুর । চাঁদপুর থেকে চট্টগ্রাম যাতায়াত করে। মেঘনা এক্সপ্রেস ট্রেনটি প্রথম যাত্রা শুরু করে ১৯৯৫ সালে। মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ভ্রমণ দূরত্ব ২৮০ কিলোমিটার।
মেঘনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ভ্রমণের জন্য সময়সূচী খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ট্রেন ভ্রমণ। উপর থেকেই জেনে গেছেন মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে চট্টগ্রাম যাতায়াত করে। এই যাত্রার কখন কোন স্টেশন থেকে শুরু করে এবং কখন কোন স্টেশনে গিয়ে পৌঁছায় সেই সময় সূচি জানবেন এখান থেকে। অন্য সকল ট্রেনের মতো, এই ট্রেনটির ছুটি না থাকায় । এটি সপ্তাহে ৭ দিনই চলাচল করে। কোন স্টেশন থেকে কখন ছাড়েন এবং কখন কোন স্টেশনে গিয়ে পৌঁছায় এসব জানতে নিচের টেবিলে চোখ রাখুন।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
চট্টগ্রাম টু চাঁদপুর | নাই | ১৭ঃ১৫ মিনিটে | ২১ঃ২৫ মিনিটে |
চাঁদপুর টু চট্টগ্রাম | নাই | ০৫ঃ০০ মিনিটে | ০৯ঃ০০ মিনিটে |
মেঘনা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিরতি স্টেশন সময়সূচী জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে চট্টগ্রাম ভ্রমণের এই ১৮০ কিলোমিটার পথ পাড়ি দিতে ৮টি স্টেশনে বিরতি রাখেন। এই বিরতি স্টেশন গুলোর নাম এবং সময় জেনে নিতে নিজের টেবিলে চোখ রাখুন।
বিরতি স্টেশন নাম | চট্টগ্রাম থেকে (৭২৯) | চাঁদপুর থেকে (৭৩০) |
ফেনী | ১৮ঃ৪৬ | ০৭ঃ২৩ |
নাঙ্গলকোট | ১৯ঃ১৭ | ০৬ঃ৫৪ |
লাকসাম | ১৯ঃ৪০ | ০৬ঃ২০ |
চিতোষীরোড | ২০ঃ১২ | ০৬ঃ০৪ |
মেহের | ২০ঃ২৫ | ০৫ঃ৫১ |
হাজীগঞ্জ | ২০ঃ৪২ | ০৫ঃ৩৬ |
মধুরোড | ২০ঃ৫৬ | ০৫ঃ২২ |
চাঁদপুর | ২১ঃ১২ | ০৫ঃ০৫ |
মেঘনা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
মেঘনা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা। আপনি যদি মেঘনা এক্সপ্রেস ট্রেনটিতে নতুন হয়ে থাকেন তাহলে ভাড়ার তালিকাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্য সকল যানবাহনের থেকে ট্রেন ভ্রমণ খরচ অনেকটাই কম। আবার ট্রেনে রয়েছে আসুন বিভাগ। মেঘনা এক্সপ্রেস ট্রেনটিতে রয়েছে ৭ ধরনের আসন। আপনার সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করে নিরাপদ ভ্রমণ করুন। টিকিটের মূল্য নিচে দেওয়া হল:
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন | ১৫০ টাকা |
শোভন চেয়ার | ১৮০ টাকা |
প্রথম সিট | ২৪০ টাকা |
প্রথম বার্থ | ৩৬০ টাকা |
স্নিগ্ধা | ৩৪৫ টাকা |
এসি সিট | ৪১৪ টাকা |
এসি বার্থ | ৬২১ টাকা |
আমরা চেষ্টা করেছি ভ্রমণ প্রয়োজনীয় সকল তথ্য তুলে ধরার। এরপরেও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকুন। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ…