কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ছুটির দিন, টিকেট ও ভাড়ার তালিকা
আজকের আলোচনার বিষয় কালনী এক্সপ্রেস ট্রেন। কালনী এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭৭৩/৭৭৪ । আপনি যদি এই কালনী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করার কথা ভেবে থাকেন তাহলে জেনে নিন কালনী এক্সপ্রেস ট্রেনের যাবতীয় তথ্য। প্রথমে পরিচয় করিয়ে দেয়া যাক কালনী এক্সপ্রেস ট্রেনটির সাথে। কালনী এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে ঢাকায় যাতায়াত করে। এটি প্রথম যাত্রা শুরু করে ১৫ মে ২০১২ সালে । যাত্রার গড় সময় লাগে ৬ ঘন্টা ৪০ মিনিট । কালনী এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি রয়েছে একদিন এবং এটি ৮টি স্টেশনে বিরতি রাখেন।
কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
আপনারা জানেন কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা রুটে যাতায়াত করে । এই যাত্রা কখন কোথা থেকে শুরু হয় এবং কখন কোথায় শেষ করে। ছুটির দিন, সব কিছু জানতে পারবেন এখান থেকে। কালনী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহিক ছুটি রয়েছে। এই দিনে ট্রেন চলাচল বন্ধ রাখেন। ছুটির দিনটি হচ্ছে শুক্রবার। কালনী এক্সপ্রেস ট্রেনটি কোন স্টেশন থেকে কখন ছাড়েন এবং কখন কোন স্টেশনে গিয়ে পৌঁছায় জানতে নিচের টেবিলে চোখ রাখুন।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু সিলেট | শুক্রবার | ১৫ঃ০০ | ২১ঃ৩০ |
সিলেট টু ঢাকা | শুক্রবার | ০৬ঃ১৫ | ১৩ঃ০০ |
কালনী এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
কালনী এক্সপ্রেস ট্রেনটির বিরতি স্টেশন সময়সূচী জানতে পারবেন এখান থেকে। কালনী এক্সপ্রেস ট্রেনটির এই দুরন্ত ভ্রমণে সাতটি স্টেশনে বিরতি রাখেন । কখন কোন স্টেশনে বিরতি রাখেন জেনে নিতে নিচের টেবিলে চোখ রাখুন।
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭৭৩) | সিলেট থেকে (৭৭৪) |
বিমান বন্দর | ১৫ঃ২৭ | ১২ঃ১০ |
আজিম পুর | ১৭ঃ১৫ | ১০ঃ১৫ |
শায়েস্তাগঞ্জ | ১৮ঃ১৫ | ০৯ঃ০২ |
শ্রীমঙ্গল | ১৮ঃ৫৭ | ০৮ঃ২০ |
শমশেরনগর | ১৯ঃ২৮ | ০৭ঃ৫২ |
কুলাউড়া | ১৯ঃ৫৭ | ০৭ঃ২৫ |
মাইজগাঁও | ২০ঃ৩০ | ০৬ঃ৫৩ |
কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আপনি যদি কালনী এক্সপ্রেস ট্রেনটিতে প্রথমবার ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ভাড়ার তালিকাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। ট্রেন পরিবহনটি জনপ্রিয়তা পাওয়ার কারণ এটিতে সকল শ্রেণীর মানুষের উপযুক্ত আসন রয়েছে। সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করার সুবিধা রয়েছে।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৩২০ টাকা |
প্রথম সিট | ৪২৫ টাকা |
প্রথম বার্থ | ৬৪০ টাকা |
স্নিগ্ধা | ৬১০ টাকা |
এসি সিট | ৭৩৬ টাকা |
এসি বার্থ | ১০৯৯ টাকা |
চেষ্টা করেছি কালনী এক্সপ্রেস ট্রেনটির সকল তথ্য দিয়ে আপনাকে সহযোগীতা করার । এরপরেও কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিতে।