Train Schedule

সান্তাহার টু বগুড়া ট্রেনের সময়সূচী (Santahar To Bogra) ও ভাড়ার তালিকা

আপনি কি সান্তাহার টু বগুড়া ট্রেনের ভ্রমণ করতে যাচ্ছেন ? অথবা সান্তাহার টু বগুড়া এই পদটির ট্রেনে ভ্রমণ করতে চাচ্ছেন । তাহলে এই পোস্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ আমরা এখানে সান্তাহার টু বগুড়া ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা সহ এ রুটে চলাচল কৃত সকল ট্রেনের বিস্তারিত আলোচনা করব। এর ফলে আপনি সুন্দর ভ্রমণ নিশ্চিত করতে পারবেন। এবং সহজেই নির্বাচন করতে পারবেন আপনার জন্য উপযুক্ত ট্রেনটি। বর্তমান সময়ে ট্রেনে ভ্রমণের চাহিদা অনেক বেশি। তাই আমরা আমাদের ওয়েবসাইটটিতে ট্রেন সংক্রান্ত সকল তথ্য সঠিকভাবে উপস্থাপন করে থাকি। সান্তাহার টু বগুড়া এতে বেশকিছু ট্রেন চলাচল করে থাকে। এখানে আন্তঃনগর ট্রেন হিসেবে প্রায় চারটি ট্রেন চলাচল করে। এবং মেইল এক্সপ্রেস হিসেবে তিনটি ট্রেন চলাচল করে থাকেন। এই সবকটি ট্রেনের সময়সূচী ভাড়ার তালিকা সহ বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের সাথে থাকুন।

সান্তাহার থেকে বগুড়া এর দূরত্ব খুব বেশি নয়। গুগলের হিসেব অনুযায়ী এটি হচ্ছে প্রায় ৪২.৮ কিলোমিটার। তাই আপনি এই ছোট পর্টি ট্রেনে খুব আনন্দের সাথে ভ্রমণ করতে পারবেন। নিজ থেকে ট্রেনগুলো সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে নিন।

সান্তাহার টু বগুড়া ট্রেনের সময়সূচী

ট্রেন ভ্রমণে সময়সূচী খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এটি নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করে এবং নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থানে পৌঁছায়। তাই আপনি যদি সঠিক সময়ে উপস্থিত হতে ব্যর্থ হয় তাহলে সেই ট্রেনটির ভ্রমণ করতে ব্যর্থ হবেন। এ কারণে ভ্রমণের জন্য সময়সূচী অধিক গুরুত্বপূর্ণ। আন্তঃনগর ট্রেনে চেপে যে চারটি ট্রেন রয়েছে সেগুলো নাম হচ্ছে। ১) লালমনি এক্সপ্রেস ২) দোলনচাঁপা এক্সপ্রেস ৩) রংপুর এক্সপ্রেস ও ৪) করতোয়া এক্সপ্রেস। নিচে এই ট্রেন গুলির ছুটির দিন, ছাড়ার সময় এবং পৌছানোর সময় ছক আকারে দাওয়া হল। আশাকরি সেখান থেকে আপনাদের বুঝতে কোন সমস্যা হবে না।

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
লালমনি এক্সপ্রেস(৭৫১)শুক্রবার০৩ঃ৩৫০৪ঃ২১
দোলনচাঁপা এক্সপ্রেস(৭৬৭)রবিবার১৩ঃ২০১৪ঃ১৭
রংপুর এক্সপ্রেস(৭৭১)সোমবার১৫ঃ১০১৫ঃ৫৪
করতোয়া এক্সপ্রেস(৭১৩)নাই০৯ঃ১৫০৯ঃ৫৫

সান্তাহার টু বগুড়া ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

সান্তাহার টু বগুড়া মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। নিচে মেইল এক্সপ্রেস ট্রেনগুলির সান্তাহার স্টেশন থেকে ছাড়ার সময় এবং বগুড়া স্টেশনে পৌছানোর সময়সূচী দেওয়া হলোঃ

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
উত্তরবঙ্গ মেইল(০৭)নাই০৯ঃ৩০১০ঃ৫০
বগুড়া এক্সপ্রেস(১৯)নাই১৬ঃ০০১৭ঃ১০
পঞ্চগড় এক্সপ্রেস (২১)নাই০৬ঃ৩০০৭ঃ৪৫

সান্তাহার টু বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা

সান্তাহার টু বগুড়া ট্রেনের ভাড়ার তালিকা টি অনেকেই অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছে। কিন্তু সঠিক ভাড়ার তালিকা টি পাচ্ছেনা তাই তাদের সহযোগিতার জন্য আমরা এখানে ভাড়ার তালিকা টি দিয়ে রাখব। আশাকরি এইখান থেকে আপনারা খুব সহজে আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। ট্রেনে আসুন বিভাগ রয়েছে সেজন্য আমরা আসুন অনুযায়ী ভাড়া তালিকাটি দিয়ে রাখছি। নিচে ভাড়া তালিকাটি দেওয়া হল।

আসন বিভাগটিকেটের মূল্য
শোভন৪৫ টাকা
শোভন চেয়ার৫০ টাকা

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button