উপবন এক্সপ্রেস (Upaban Express) ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা
আজকে আমরা আলোচনা করবো উপবন এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে। আপনি যদি উপবন এক্সপ্রেস ট্রেনের তথ্য খুঁজে থাকেন তাহলে ঠিক জায়গায় এসেছেন, এখানে আমরা উপবন এক্সপ্রেস ট্রেনটির সকল তথ্য তুলে ধরবো। যেগুলো জেনে নিরাপদ ভ্রমণ করতে পারবেন।
প্রথমে উপবন এক্সপ্রেস ট্রেনটি সাথে আপনার পরিচয় করিয়ে দেই। উপবন এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭৩৯/৭৪০ । এটি বাংলাদেশ রেলওয়ের পরিবারের অন্যতম একটি ট্রেন। উপবন এক্সপ্রেস ট্রেনটি প্রথম যাত্রা শুরু করে ৪ই মেয়ে ১৯৮৮ খ্রিস্টাব্দে। বাংলাদেশ রেলওয়ে রুটিনে পরিচালিত ঢাকা থেকে সিলেট পর্যন্ত চলাচলকারি এই ট্রেনটি আন্তঃনগর ট্রেন। এটির ভ্রমণ দূরত্ব ৫২৬ কিলোমিটার (৩২৭ মাইল) । এই ৫২৬ কিলোমিটার যাত্রা করতে গড় সময় লাগে ৫ ঘণ্টা ১০ মিনিট ।
উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
নিরাপদ ভ্রমণের জন্য সময়সূচী জানা খুবই গুরুত্বপূর্ণ। উপবন এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত চলাচল করে তবে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে সপ্তাহে একদিন চলাচল বন্ধ রাখে আর সেই ছুটির দিনটি হচ্ছে বুধবার। এবার জেনে নিন ছুটির দিন, ছাড়ার সময়, পৌছানোর সময়।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু সিলেট | বুধবার | ২০ঃ৩০ | ০৫ঃ০০ |
সিলেট টু ঢাকা | নাই | ২৩ঃ৩০ | ০৬ঃ৪৫ |
উপবন এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
উপবন এক্সপ্রেস ট্রেনটি বিরোধী স্টেশনের সময়সূচি বলতে, উপবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সিলেট অথবা সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে কোন কোন স্টেশনে বিরতি রাখেন এবং তা কত মিনিট এটা কে বোঝায়। উপবন এক্সপ্রেস ট্রেনটি ৫২৬ কিলোমিটার যাত্রায় দশটি স্টেশনে বিরতি রাখেন। বিরতি স্টেশনের নাম ও সময়সূচী নিচে দেওয়া হল:
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭৩৯) | সিলেট থেকে (৭৪০) |
বিমান বন্দর | ২০ঃ৫৭ | ০৬ঃ০০ |
নরসিংদী | ২১ঃ৪৫ | — |
ভৈরব বাজার | ২২ঃ২০ | ০৪ঃ৪৭ |
শায়েস্তাগঞ্জ | ০০ঃ২০ | ০২ঃ৫৭ |
শ্রীমঙ্গল | ০১ঃ২৭ | ০২ঃ১২ |
ভানুগাছ | ০১ঃ৫০ | ০১ঃ৩৮ |
শমশেরনগর | ০২ঃ০৫ | ০১ঃ২০ |
কুলাউড়া | ০২ঃ৪০ | ০০ঃ৪৮ |
বরমচাল | ০৩ঃ০০ | ০০ঃ৩১ |
মাইজগাঁও | ০৩ঃ২৮ | ০০ঃ১০ |
উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আপনি যদি উপবন এক্সপ্রেস ট্রেনটিতে প্রথম হয়ে থাকেন তাহলে ভাড়া তালিকা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ট্রেন জনপ্রিয়তা পাওয়ার কারণ, এর ভ্রমণ খরচ খুবই কম। আবার ট্রেন গুলোতে বিলাসবহুল ভ্রমণের ব্যবস্থা রয়েছে । উপবন এক্সপ্রেস ট্রেনটিতে রয়েছে ৫টি শাসন বিভাগ। শোভন, শোভন চেয়ার, প্রথম সিট, প্রথম বার্থ, এসি বার্থ। প্রতিটি আসনের মূল্য একেক রকম। আপনার সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করতে পারবেন। নিচের টেবিল থেকে উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা দেখে নিন।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন | ২৮৫ টাকা |
শোভন চেয়ার | ৩৪০ টাকা |
প্রথম সিট | ৪৪৫ টাকা |
প্রথম বার্থ | ৭১০ টাকা |
এসি বার্থ | ১১৬৯ টাকা |
সকল ট্রেনের বিস্তারিত তথ্য পাবেন আমাদের সাইটে। তাই ভ্রমণ করার আগে, ভ্রমণ সহযোগী সকল তথ্য জেনে নিতে পারেন আমাদের সাইট থেকে। উপবন এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে সব তথ্য তুলে ধরতে চেষ্টা করেছি। এর পরেও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন । আর আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।