Train Schedule

লাকসাম টু নোয়াখালী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা

আপনি কি লাকসাম টু নোয়াখালী ট্রেনের সময়সূচী টিকিটের মূল্য সহ বিস্তারিত তথ্য জানতে চান? আপনি যদি এ সকল বিষয়ে জানার জন্য আমাদের ওয়েবসাইটটিতে এসে থাকেন তাহলে সঠিক জায়গায় এসেছে। কারণ আমরা এখানে লাকসাম টু নোয়াখালী ট্রেনের বিস্তারিত তথ্য তুলে ধরব। এখান থেকে আপনি জানতে পারবেন এই নোটে কয়টি ট্রেন চলাচল করে। ট্রেনগুলোর সময়সূচী, ছুটির দিন এবং টিকিটের মূল্য। এছাড়াও এই রুটে চলাচলকারী ট্রেন গুলির সুযোগ-সুবিধা নিয়ে জানতে পারবেন এখান থেকে।

এই ওয়েবসাইটটিতে আমরা রেলো এর অফিসিয়াল তথ্যগুলো থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনেই উপস্থাপন করে থাকি। তাই এখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন।

লাকসাম টু নোয়াখালী ট্রেনের সময়সূচী

ভ্রমণের পূর্বে সময়সূচী জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা লাকসাম টু নোয়াখালী ট্রেনের সময়সূচি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই পথটি পাড়ি দেয় ৫টি ট্রেন। এরমধ্যে একটি হলো অন্তনগর ট্রেন। এই অন্তনগরশ ট্রেনটির নাম হচ্ছে উপকূল এক্সপ্রেস। একটি সাপ্তাহিক ছুটি রয়েছে এটি প্রতি বুধবার বন্ধ থাকে। অর্থাৎ এই দিনে ট্রেন চলাচল করে না । এই ট্রেনটির ছাড়ার সময় এবং পৌছানোর সময় সহ সকল ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হল।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
উপকুল এক্সপ্রেস(৭১২) বুধবার ১৯ঃ৪৫ ২১ঃ২০

লাকসাম টু নোয়াখালী ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

লাকসাম থেকে নোয়াখালী রুটে নোয়াখালী এক্সপ্রেস (১২), সমতট এক্সপ্রেস (৪৬), নোয়াখালী কমিউটর (৮৬) ও নোয়াখালী কমিউটর (৮৮) নামে মোট চারটি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে।

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
নোয়াখালী এক্সপ্রেস(১২) নাই ০৩ঃ৪৫ ০৫ঃ৫০
সমতট এক্সপ্রেস(৪৬) নাই ১৮ঃ০০ ১৯ঃ৫০
নোয়াখালী কমিউটর(৮৬) শুক্রবার ০৮ঃ৩০ ১০ঃ১০
নোয়াখালী কমিউটর(৮৮) শুক্রবার ১৫ঃ০০ ১৬ঃ১৪

লাকসাম টু নোয়াখালী ট্রেনের ভাড়ার তালিকা

লাকসাম টু নোয়াখালী ভ্রমণে ভাড়ার তালিকা টি সঠিক ভাবে জানতে না পারার কারণে আপনাদের সামনে উপস্থাপন করছি না। এটির সঠিক তথ্য পেলে আমরা অবশ্যই আপনাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তবে এই রুটে চলাচল কৃত পাঁচটি ট্রেনের মধ্যে উপকূল এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা জানিয়ে দিতে পারি। আপনার যদি উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভাড়ার তালিকা জানতে চান তাহলে উপকূল এক্সপ্রেস লেখাটিতে ক্লিক করুন।

 

Bangladesh Railway

ধন্যবাদ আমার সম্পর্কে জানতে চাওয়ার জন্য। আমি কোন ব্যক্তি নই। আমি একটি প্রতিষ্টান যেখানে একাধিক ব্যক্তি কর্মরত। সুতরাং আমাদের সাথে জড়িত যে কেউ আমার এই প্রফাইল ব্যবহার করে তথ্য প্রকাশ করতে পারে। কোন অভিযোগ বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button