কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট ও ভাড়ার তালিকা, ছুটির দিন

ট্রেন হচ্ছে এক ধরনের পরিবহন, অনেক সময় এটিকে রেলগাড়ি ও বলা হয়। ট্রেন কিছু সংযুক্ত যানবাহনের একটি শারি দিয়ে গঠিত। আজকে আমরা যে ট্রেনটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো কুড়িগ্রাম এক্সপ্রেস। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ঢাকা টু কুড়িগ্রাম ও কুড়িগ্রাম টু ঢাকা যাত্রা যাত্রা করে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭৯৭/৭৯৮। কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা ও চট্টগ্রাম জেলার মধ্যে চলাচল কারি প্রথম ট্রেন হওয়ায় ,এটি এই রোডে খুবই জনপ্রিয়তা পেয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন হয় ১৬ ই অক্টোবর ২০২০। কুড়িগ্রাম জেলার নাম অনুযায়ী এই ট্রেনটির নাম দেওয়া হয় কুড়িগ্রাম এক্সপ্রেস।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ট্রেনে ভ্রমণের সময় সূচি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটি ট্রেন এক স্টেশন থেকে দিনে একবারই ছাড়ে। কুড়িগ্রাম এক্সপ্রেস নামের আন্তঃনগর ট্রেনটির অনেক বৈশিষ্ট্য রয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির ট্রাক গেজ ১০০০ মিটার। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের ছয়দিন চলাচল করে। একদিন চলাচল বন্ধ রাখে । ওই ছুটির দিনটি হচ্ছে বুধবার। বুধবার ট্রেনটি যাতায়াত বন্ধ রাখে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়েন ২০:৪৫ মিনিটে এবং কুড়িগ্রাম গিয়ে পৌঁছায় ৬:১৫ মিনিটে। একইভাবে কুড়িগ্রাম থেকে ছাড়ে ০৭:১৫ মিনিটে ও ঢাকা গিয়ে পৌঁছায় ১৭:২৫ মিনিটে। আপনাদের সুবিধার্থে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিচে টেবিল আকারে দেওয়া হল।
| স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
| ঢাকা টু কুড়িগ্রাম | বুধবার | ২০ঃ৪৫ | ০৬ঃ১৫ |
| কুড়িগ্রাম টু ঢাকা | বুধবার | ০৭ঃ১৫ | ১৭ঃ২৫ |
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিরতিস্থান ও সময়সূচী
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু কুড়িগ্রাম কুড়িগ্রাম টু ঢাকা রুটে চলাচল করে। এই যাত্রায় কোন কোন স্টেশনে বিরতি রাখেন সেটি তুলে ধরবো এখানে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ভ্রমণ দূরত্ব ৪৫৪ কিলোমিটার। ৪৫৪ কিলোমিটার যাত্রা করতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের গড় সময় লাগে ৯ ঘণ্টা ৫০ মিনিট। আর এই ৯ ঘণ্টা ৫০ মিনিটের যাত্রায়, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আটটি স্টেশনে বিরতি রাখেন। বিরতি স্টেশনের নাম ও সময়সূচী নিজের টেবিলে দেওয়া হল।
| বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭৯৭) | কুড়িগ্রাম থেকে (৭৯৮) |
| বিমান বন্দর | ২১ঃ১২ | ১৬ঃ৫০ |
| মাধনগর | ০১ঃ২৬ | ১২ঃ১০ |
| সান্তাহার | ০২ঃ০৫ | ১১ঃ৩৫ |
| জয়পুরহাট | ০২ঃ৫০ | ১০ঃ৪৯ |
| পার্বতীপুর | ০৪ঃ০০ | ০৯ঃ৩০ |
| বদরগঞ্জ | ০৪ঃ২৭ | ০৮ঃ৫৭ |
| রংপুর | ০৪ঃ৫৫ | ০৮ঃ২৬ |
| কাউনিয়া | ০৫ঃ১৯ | ০৮ঃ০৪ |
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিতে আপনি নতুন হয়ে থাকলে ভাড়ার বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন অন্যান্য সকল যানবাহনের থেকে ট্রেন ভ্রমণ খরচ অনেকটাই কম। এখানে সকল শ্রেণীর মানুষের জন্য উপযুক্ত আসনের ব্যবস্থা রয়েছে। আপনার সামর্থ্য অনুযায়ী টিকিট ক্রয় করতে পারেন। টিকিট ক্রয় করার জন্য কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করতে পারেন। অথবা অনলাইন ব্যবহারের মাধ্যমে ঘরে বসে টিকিট ক্রয় করতে পারবেন। আসন বিভাগ ও টিকিটের মূল্য নিচের টেবিলে দাওয়া হল।
| আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
| শোভন চেয়ার | ৫১০ টাকা |
| প্রথম সিট | ১০১৫ টাকা |
| এসি সিট | ১০১০ টাকা |
| এসি বার্থ | ১৫৭৫ টাকা |
চেষ্টা করেছি ভ্রমণ সহযোগী সকল তথ্য তুলে ধরার। আশা করি এসব তথ্য মনে রেখে নিরাপদ ভ্রমণ করতে পারবেন। এরপরেও কোন কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন। এছাড়াও আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সকল ট্রেনের সময়সূচী, স্টেশন বিরতি, টিকিটের মূল্য পাবেন আমাদের সাইটে।




