বনলতা এক্সপ্রেস (Banalata Express) ট্রেনের সময়সূচী,ছুটির দিন, টিকেটের মূূল্য ও ভাড়ার তালিকা
আজকে আলোচনা করবো বনলতা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে। আপনি যদি বনলতা ট্রেন সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে আমাদের এই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। বনলতা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি ট্রেন । যেটি বাংলাদেশ রেলওয়ে পরিবারের অন্যতম ট্রেন গুলোর মধ্যে একটি । বনলতা এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭৯১-৭৯২। বনলতা এক্সপ্রেস ট্রেনটি প্রথম পরিষেবা দিয়েছে ২৫ এপ্রিল ২০১৯। বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাত্রা করে । এটির ভ্রমণ দূরত্ব ৩৪৭ কিলোমিটার অর্থাৎ ২১৩ মাইল। ৩৪৭ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে বনলতা এক্সপ্রেস ট্রেনটির গড় সময় লাগে ৪ ঘন্টা ৪০ মিনিট। বনলতা এক্সপ্রেস ট্রেনটিতে রয়েছে আসন বিভাগ, ঘুমানোর ব্যবস্থা, অটোরেক রয়েছে, খাবারের ব্যবস্থা, বিনোদনের সুবিধা, পেপার পত্রিকার পড়ার ব্যবস্থা।
বনলতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
উপরে বলেছি বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করে। এই যাত্রা কখন কোথা থেকে শুরু করে এবং কখন কোথায় গিয়ে পৌঁছায় সেই সব কিছু জানতে পারবেন এখান থেকে। প্রথমেই জানিয়ে রাখি বনলতা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে। কারণ ট্রেনটির সাপ্তাহিক ছুটি রয়েছে। ছুটির দিন ট্রেন চলাচল বন্ধ রাখে। ছুটির দিনটি হচ্ছে শুক্রবার। স্টেশনের নাম, কখন কোন স্টেশন থেকে ছাড়ে এসব জানতে নিচের টেবিলে চোখ রাখুন।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার | ১৩ঃ৩০ | ১৯ঃ৩০ |
চাঁপাইনবাবগঞ্জ টু ঢাকা | শুক্রবার | ০৬ঃ০০ | ১১ঃ৩০ |
বনলতা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন সময়সূচী
ট্রেন ভ্রমণের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়সূচী। কেননা নিরাপদ ভ্রমণের জন্য সময়সূচী খুবই গুরুত্বপূর্ণ। বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ যাত্রা করে। এই মাত্রা ৩৪৩ কিলোমিটার। এই যাত্রায় গড় সময় লাগে ৪ ঘন্টা ৪০ মিনিট। ৪ ঘন্টা ৪০ মিনিটের এই যাত্রায় বনলতা এক্সপ্রেস ট্রেনটি দুইটি স্টেশনে বিরতি রাখেন । বিরতি স্টেশনের নাম ও সময়সূচী নিচে দেওয়া হল।
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭৯১) | চাঁপাইনবাবগঞ্জ থেকে (৭৩২) |
বিমান বন্দর | ১৩ঃ৫৭ | ১০ঃ৫৭ |
রাজশাহী | ১৮ঃ১৫ | ০৬ঃ৫০ |
বনলতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
এখান থেকে জানতে পারবেন বনলতা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য। টিকিটের কথা আসলেই চলে আসে আসুন বিভাগের কথা। কারণ বনলতা এক্সপ্রেস ট্রেনে রয়েছে তিন ধরনের আসন। যাদের একেক টিকিটের দাম একেক রকম। এই কারণেই ট্রেন আজকে এত জনপ্রিয়তা লাভ করেছে। কেননা ট্রেনে সকল শ্রেণীর মানুষের উপযুক্ত আসন রয়েছে। বনলতা এক্সপ্রেস ট্রেনের কোন আসনের মূল্য কত তা নিচের টেবিলের দেওয়া হল।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৫২৫ টাকা |
স্নিগ্ধা | ৭৮০ টাকা |
এসি সিট | ৮৭৫ টাকা |
বাংলাদেশ রেলওয়ে উপর ভিত্তি করে সকল তথ্য তুলে ধরেছি। আশা করি উপরোক্ত তথ্যের উপর ভিত্তি করে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পারবেন। সকল ট্রেনের আপডেট তথ্য পাবেন আমাদের সাইটে। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ….।